Weekend Trip: হাতে দু’দিনের ছুটি? পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর বাংলার আদিবাসী এই মায়াবী গ্রাম! খরচ হবে নামমাত্র
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: হাতে এক-দু’দিনের ছুটি থাকলেই শিউলিবনার কথা ভাবতে পারেন। শুশুনিয়ার পাদদেশে এক আদিবাসী গ্রাম শিউলিবনা।
advertisement
1/6

শুশুনিয়া পাহাড় বলতে আপনি কী বোঝেন? পাহাড়, ঝর্ণা আর মন্দির? যদি সেটা ভাবেন তাহলে ভুল করছেন। শুশুনিয়া পাহাড় এর কোলে ছবির মত একটি গ্রাম রয়েছে, যে গ্রামে গেলে প্রকৃতি এবং শিল্প মন জয় করবে আপনার।
advertisement
2/6
কোনও এক সময় এই আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে এসেছিলেন জনৈক সাধু বাবা। গরিব গ্রামবাসীরা সাধু বাবার জন্য ব্যবস্থা করেছিলেন একটি পাতার কুটির। তারপর ধীরে ধীরে সাধু বাবার আন্তরিক প্রচেষ্টায় বদলে গেছে প্রত্যন্ত গ্রামটির চেহারা। তৈরি হয়েছে ঝকঝকে রাস্তাঘাট, পাওয়া যাচ্ছে পরিশুদ্ধ পানীয় জল এবং গ্রামের কচিকাঁচার প্রায় বিনামূল্যে শিখছে পড়াশোনা।
advertisement
3/6
বর্তমানে শিউলিবোনা গ্রাম একটি ছবির মত সাজান গোছান গ্রাম। রয়েছে ৮১ টি পরিবার এবং এই গ্রামের দেওয়ালে দেওয়ালে আঁকা রয়েছে দারুণ সব রঙিন ছবি।
advertisement
4/6
কোথাও ফুটে উঠছে শিকারের গল্প আবার কোথাও চেন্নাই এক্সপ্রেস। দেওয়ালে জায়গা করে নিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যমের লোগো। যারা খোঁজ খবর রাখেন তাদের জন্য দারুণ একটা ঘুরে দেখার জায়গা হতে পারে এই গ্রাম।
advertisement
5/6
গ্রামবাসীর নৃপেন মুরমু জানান, এই গ্রামের পাশ দিয়েই পাহাড়ের কোলে একটি শিলালিপি রয়েছে, যা পশ্চিমবঙ্গের ‘প্রাচীনতম’ শিলালিপি হিসাবে বিবেচিত। রাজা চন্দ্রবর্মণের শিলালিপি বলে পরিচিত এই শিলালিপি। জানা যায় রাজা চন্দ্রবর্মণ এই স্থানে তৈরি করেছিলেন তাঁর দুর্গ।
advertisement
6/6
ইতিমধ্যেই শুশুনিয়া পাহাড় বেড়াতে এসে, একাধিক মানুষ পৌঁছে যাচ্ছেন ইতিহাসের স্বাদ নিতে। এই গ্রামের একেবারে পাশেই রয়েছে নতুন একটি রিসর্ট, যার নাম শিউলিবোনা উইক এন্ড স্টে। যোগাযোগ নম্বর 8927564507।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: হাতে দু’দিনের ছুটি? পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর বাংলার আদিবাসী এই মায়াবী গ্রাম! খরচ হবে নামমাত্র