Weekend Trip: দিঘা, মন্দারমণি-তে ভিড়? শীতেই জমছে শংকরপুর ভ্রমণ! নির্জন সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার সারি আর মনোরম সানরাইজ-সানসেটের অপূর্ব দৃশ্য
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Weekend Trip: শীতের ছুটিতে দিঘার ভিড় এড়িয়ে শান্ত সমুদ্র চাইলে শংকরপুরই সেরা ঠিকানা। লাল কাঁকড়ার সারি, সূর্যোদয়-সূর্যাস্ত আর নির্জন সৈকতের সৌন্দর্য এই গন্তব্যকে করে তোলে অনবদ্য।
advertisement
1/7

নির্জন সমুদ্র, লাল কাঁকড়ার সারি! সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার অপরূপ ডেস্টিনেশন! ক্যালেন্ডারের পাতায় শীতকাল চলছে। আর শীতকাল মানে ঘরে মন বসে না। বিশেষ করে শীতের ছুটির দিন ও উইকেন্ডগুলিতে মন উচাটন বেড়াতে যাওয়ার বাপ পিকনিকে যাওয়ার জন্য। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
2/7
শীতের নরম রোদ গায়ে মেখে প্রিয়জন পরিবারের সঙ্গে পিকনিক বা বেড়ানোর আনন্দ আড্ডা উপভোগ করতে চাই না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। কাছে পিঠে সমুদ্র সৈকত প্রথম পছন্দ সবারই। কিন্তু কাছে পিঠে সমুদ্র সৈকত মানেই দিঘা-মন্দারমনি। ফলে খানিকটা হতাশ হয়ে পড়ে ভ্রমণবিলাসে পর্যটকেরা।
advertisement
3/7
যারা একটু নির্জন নিরিবিলি, একান্ত সৈকত-যাপন পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা হতে পারে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকত। এক সময় এই সৈকতের জনপ্রিয়তা ছিল। কিন্তু না না কারণে পর্যটকেরা এই সৈকত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে এই সৈকতের নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ আর সূর্য উদয় ও সূর্যাস্ত আবারও নতুন করে মন কাড়বে পর্যটকদের। এই সৈকতে নাম শংকরপুর সমুদ্র সৈকত।
advertisement
4/7
দিঘা থেকে শংকরপুরের দূরত্ব প্রায় ১০-১৫ কিমি, গাড়িতে আধঘন্টার পথ। আসলে কোনও জায়গা থেকে এসে এক জায়গা ঘুরে চলে যাওয়া আর দু'দিন থেকে সেই জায়গা উপভোগ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা জায়গাকে বুঝতে বা চিনতে হলে একটু সময় দিতে হয় অন্তত একটা রাত। অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় শংকরপুর প্রচারের দিক দিয়ে একটু পিছিয়েই আছে। বোধহয় একদিক দিয়ে ভালই।
advertisement
5/7
শংকরপুর পর্যটকদের জন্য একটি প্রিয় জায়গা কারণ। দিঘার ভিড় এড়িয়ে শান্ত ও নির্জন সমুদ্র সৈকত উপভোগ করার সুযোগ দেয়, যেখানে ক্যাসুয়ারিনা গাছ, মনোরম সূর্যোদয়, সূর্যাস্ত এবং একটি সক্রিয় ফিশিং হারবার দেখা যায়, যা পরিবার ও প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত।
advertisement
6/7
শংকরপুর আসা পর্যটক বলেন, "দিঘার ভিড় থেকে দূরে একটি শান্ত পরিবেশের জন্য বিখ্যাত, যা বিশ্রাম ও শান্তি খুঁজতে আসা পর্যটকদের জন্য আদর্শ। পরিষ্কার জল, নরম বালি এবং সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। এটি একটি সক্রিয় ফিশিং বন্দর, যেখানে জেলেদের জীবনযাত্রা ও মাছ ধরার নৌকা দেখা যায়। যা আকর্ষণীয়। সৈকতের ধারে ক্যাসুয়ারিনা গাছের সারি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। জেলেদের কার্যকলাপ দেখা এবং স্থানীয় জেলেদের জীবনযাত্রা সম্পর্কে জানা। স্থানীয় বাঙালি এবং সামুদ্রিক খাবার খাওয়া। সব মিলিয়ে দারুন উপভোগ্য ট্যুরিস্ট ডেস্টিনেশন!"
advertisement
7/7
শঙ্করপুরে অনেক হোটেল, ট্যুরিস্ট লজ এবং রিসর্ট রয়েছে। বেনফিশের অধীনে গেস্ট হাউস এবং ফিশারি বিভাগের আবাসনও পাওয়া যায়। যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি শান্তিতে ছুটি কাটাতে চান। পরিবার এবং প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। শংকরপুর মূলত শান্ত সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যা দিঘার মত জমজমাট জায়গার বিকল্প হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। চলতি শীতে চুটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য গায়ে মাখতে চলে আসুন শংকরপুর। (ছবি ও তথ্য: সৈকত শী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: দিঘা, মন্দারমণি-তে ভিড়? শীতেই জমছে শংকরপুর ভ্রমণ! নির্জন সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার সারি আর মনোরম সানরাইজ-সানসেটের অপূর্ব দৃশ্য