Weekend Trip: অফ ডে-তে বেড়িয়ে আসুন বেনুবন থেকে, ঢেউয়ের শব্দ, পাখির কলরবে ক্লান্তি কেটে যাবে!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Weekend Trip: গঙ্গাসাগর যাওয়ার দ্বিতীয় গেটওয়ে হল নামখানা-বেনুবন রুট। উত্তাল জলরাশি ও অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই লঞ্চ যাত্রায় উপভোগ করা যায় নদীবক্ষে সূর্যোদয়-সূর্যাস্ত এবং ম্যানগ্রোভ জঙ্গল।
advertisement
1/6

উত্তাল জলরাশির সঙ্গে অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন বেনুবন। এই বেনুবন দিয়ে যাওয়া যায় গঙ্গাসাগর। নামখানা থেকে ধরতে হয় লঞ্চ। বেনুবন যাওয়ার পথে পড়বে অপার প্রাকৃতিক সৌন্দর্য। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
গঙ্গাসাগর যাওয়ার আরও বিকল্প পথ হল নামখানা-বেনুবন রুট। কিন্তু এই পথে প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে সকলের। এখানে যাওয়ার জন্য হাতে সময় রাখতে হবে অনেকটাই। তাছাড়াও জলের ধাক্কা সইবার ক্ষমতা থাকতে হবে।
advertisement
3/6
এই যাত্রায় সময় লাগে একটু বেশি। প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের যাত্রাপথে আপনি নদীবক্ষে সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে পাবেন। এই শীতে নদী কিছুটা শান্ত থাকবে। ফলে ভাল লাগবে আপনার।
advertisement
4/6
এখানের দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে আপনার মনে হতেই পারেন আপনি এসে পড়েছেন মাঝসমুদ্রে। আর রয়েছে নদীর পাড়ের ম্যানগ্রোভ জঙ্গল। রয়েছে ছোটখাট বন্যপ্রাণী দেখার সুযোগ।
advertisement
5/6
যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই রুট আপনার মন কাড়বেই। সমস্ত দিন এখানে লঞ্চ পাওয়া যায়। ৪০ থেকে ৫০ টাকার মধ্যে সহজেই আপনি লঞ্চ পারাপার করতে পারবেন।
advertisement
6/6
এই রুট ধীরে ধীরে পূণ্যার্থী থেকে শুরু করে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গঙ্গাসাগর যাওয়ার দ্বিতীয় গেটওয়ে হল এই নামখানা-বেনুবন। সময় পেলে আপনিও চলে আসুন না এই বেনুবনে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: অফ ডে-তে বেড়িয়ে আসুন বেনুবন থেকে, ঢেউয়ের শব্দ, পাখির কলরবে ক্লান্তি কেটে যাবে!