TRENDING:

Travel News: টাকিতেও রয়েছে 'ইকো পার্ক', ইছামতীর তীরে নিরিবিলিতে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চাইলে শীতেই ঢুঁ মারুন

Last Updated:
Travel News: অনেকেরই পছন্দের তালিকায় থাকে নির্জন গ্রাম্য পরিবেশে কিছুটা সময় কাটানো। সেরকম খোঁজে যারা কাছাকাছি কোনও সস্তা ও মনোরম ভ্রমণস্থল চান, তাদের জন্য টাকি ইকো পার্ক যেন এক নিখুঁত ঠিকানা। জনসমাগম কম, শান্ত পরিবেশ, আর ইছামতীর নরম বাতাস—সব মিলিয়ে দিনের মধ্যে ঘুরে এসে মনকে শান্ত করার আদর্শ জায়গা এটি।
advertisement
1/6
টাকিতেও রয়েছে 'ইকো পার্ক', ইছামতীর তীরে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চাইলে শীতেই ঢুঁ মারুন
ইছামতীর তীরে বাংলাদেশ সীমান্তের আঁচল ছুঁয়ে উত্তর ২৪ পরগনার টাকি শহরের অদূরে গড়ে উঠেছে এক মনোরম সবুজময় অবকাশ– টাকি ইকো পার্ক। শহুরে ব্যস্ততা থেকে দূরে এই নিসর্গঘেরা উদ্যান এখন পর্যটকদের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। নদীর ধারে শান্ত পরিবেশ, চারদিকে সবুজের সমাহার—সব মিলিয়ে পার্কে ঢুকতেই যেন এক অন্য জগতে পৌঁছনোর অনুভূতি।
advertisement
2/6
ইছামতীর ধার ঘেঁষে বিস্তৃত এই উদ্যানে পা দিয়েই চোখে পড়ে প্রশস্ত জলাশয়। জলাশয়ের চারপাশে ছড়িয়ে রয়েছে সাজানো–গোছানো কটেজ, যেখানে বসে একান্তে সময় কাটানোর আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে তৈরি কটেজগুলির পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলগাছ। রঙিন প্রকৃতি যেন সারাক্ষণই দর্শনার্থীদের স্বাগত জানায়।
advertisement
3/6
শিশুদের কথা মাথায় রেখে পার্কের ভেতরে রয়েছে আলাদা খেলার ব্যবস্থা। দোলনা, স্লাইড-সহ বেশ কিছু আকর্ষণীয় খেলনা শিশুদের মন ভরিয়ে দেয়। পরিবার নিয়ে বেড়াতে এলে এই জায়গাটি ছোটদের জন্য নিঃসন্দেহে একটি আনন্দভুবন। পাশাপাশি নিরিবিলিতে বসে সময় কাটানোর জন্য পার্কের বিভিন্ন কোণে বসার আসনও সাজানো রয়েছে।
advertisement
4/6
অনেকেরই পছন্দের তালিকায় থাকে নির্জন গ্রাম্য পরিবেশে কিছুটা সময় কাটানো। সেরকম খোঁজে যারা কাছাকাছি কোনও সস্তা ও মনোরম ভ্রমণস্থল চান, তাদের জন্য টাকি ইকো পার্ক যেন এক নিখুঁত ঠিকানা। জনসমাগম কম, শান্ত পরিবেশ, আর ইছামতীর নরম বাতাস—সব মিলিয়ে দিনের মধ্যে ঘুরে এসে মনকে শান্ত করার আদর্শ জায়গা এটি।
advertisement
5/6
কলকাতা থেকে এখানে পৌঁছনোও খুব সহজ। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে মাত্র দু’ঘণ্টায় পৌঁছে যাওয়া যায় টাকি স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে মাত্র ১৫–২০ মিনিটের পথ। তাই ভ্রমণপিপাসু মানুষেরা কোনও অতিরিক্ত পরিকল্পনা না করেই দিনের ভ্রমণে চলে আসতে পারেন এই ইকোপার্কে।
advertisement
6/6
ইতিমধ্যেই পার্কের সৌন্দর্য এবং ইছামতীর তীরের মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে। পিকনিক, পরিবার-বান্ধব ভ্রমণ, অথবা নিছক প্রকৃতির কোলে কিছুক্ষণ শান্তি—যে কোনও উদ্দেশ্যেই টাকি ইকো পার্ক এখন একটি প্রিয় গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: টাকিতেও রয়েছে 'ইকো পার্ক', ইছামতীর তীরে নিরিবিলিতে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চাইলে শীতেই ঢুঁ মারুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল