Sexual Tips: বাড়িয়ে তোলে উত্তেজনা, সঙ্গমের সময়ে এই কথাগুলো শুনতে পছন্দ করেন পুরুষেরা!
- Published by:Jayita Roy
- news18 bangla
Last Updated:
স্বাভাবিক জীবনযাপনের অন্যতম অংশ যৌন সম্পর্ক। এই বিষয় নিয়ে আলোচনা করা মোটেও খারাপ নয়। সঙ্গমের আগে আপনার পার্টনারের সঙ্গে মনের আগল খুলুন ।
advertisement
1/6

• প্রতিটি মানুষই সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সঙ্গমের সময়ে কী কী করতে চায় তা নিয়ে নিজের মনের মধ্যে বেশ কিছু ভাবে। কিন্তু সেই সব বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লজ্জিত বোধ করে। এর ফল যে খুব একটা ভালো হয় এমনটা কিন্তু নয়। কারণ স্বাভাবিক জীবনযাপনের অন্যতম অংশ যৌন সম্পর্ক। তাই দু'জনের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করা মোটেও খারাপ নয়। এতে বরং সম্পর্কের মধ্যে বাঁধন আরও দৃঢ় হয়। বিছানায় কে কাকে কেমন ভাবে পেতে চান সে নিয়ে একটা ধারণা তৈরি হয়। কী ভাবে যৌন সম্পর্কের বিষয়গুলি নিজেদের মধ্যে আলোচনা করবেন? রইল টিপস…
advertisement
2/6
• সঙ্গমের আগে যৌন বিষয় নিয়ে দু'জনে আলোচনা করা যেতে পারে। উভয় উভয়ের শরীর নিয়ে বিভিন্ন মন্তব্যও করা যেতে পারে। এতে দু'জনের মধ্যে উত্তেজনা তৈরি হবে। কোনও বিশেষ পজিশন নিয়েও দু'জনে আলোচনা করা যায়।
advertisement
3/6
• পুরুষ সঙ্গীকে বলা যেতে সঙ্গমের সময়ে কী করতে ইচ্ছে হয়। এমনকী সঙ্গমের কোন পজিশন পছন্দ সেটাও সঙ্গীকে বলা যেতে পারে। অতীতে করা হয়নি কিন্তু করার ইচ্ছে আছে- এই ধরনের মনের ইচ্ছাগুলোও ব্যক্ত করা যেতে পারে। যৌন উত্তেজনাপূর্ণ বিভিন্ন কথাও বলতে হবে।
advertisement
4/6
• পুরুষ সঙ্গীর মনের ইচ্ছাও জানার চেষ্টা করতে হবে। সেই মানুষটি কী চান সেটা বুঝতে হবে। সেখান থেকে খুঁজে নিতে হবে দু'জনের মধ্যে কোন কোন বিষয়ে মিল আছে। সঙ্গমের সময়ে সেগুলি করতে হবে।
advertisement
5/6
• পুরুষ সঙ্গীর শরীরের কোন অংশটি সব চেয়ে বেশি পছন্দের সেটাও বলে দিতে হবে। তাঁকে জানিয়ে দিতে হবে সঙ্গমের সময় কী কী করলে সব থেকে ভালো লাগবে। উত্তেজনা বাড়াতে সঙ্গীর কাছ থেকে কী কী কাম্য, সেটাও বলতে ভুললে চলবে না। তবে সব ক্ষেত্রেই অত্যন্ত মৃদুভাবে বলতে হবে। এবং রোম্যান্টিক মুডে বলতে হবে।
advertisement
6/6
• সব শেষে যেটা গুরুত্বপূর্ণ, সঙ্গমের শেষে কতটা আনন্দ লাভ হল, সেটা বলতে ভুললে চলবে না। কারণ যে কোনও পুরুষ সঙ্গী এটা শুনতেই সব থেকে ভালোবাসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sexual Tips: বাড়িয়ে তোলে উত্তেজনা, সঙ্গমের সময়ে এই কথাগুলো শুনতে পছন্দ করেন পুরুষেরা!