TRENDING:

প্রেম দিবসে বিশেষ কম্বো অফার নিয়ে এল ঈগল বাইটস পিৎজা, ফ্রি-তে পাবেন আইসক্রিম

Last Updated:
কম্বো অফারে থাকছে ১০ ইঞ্চি স্মোকড চিকেন পিৎজা, ১টি চিজি মাশরুম গার্লিক ব্রেড এবং ২টি কোক ।
advertisement
1/5
প্রেম দিবসে বিশেষ কম্বো অফার নিয়ে এল ঈগল বাইটস পিৎজা, ফ্রি-তে পাবেন আইসক্রিম
• সামনেই ভ্যালেন্টাইন’স ডে । এই দিনটা সমস্ত প্রেমিক-প্রেমিকার কাছেই ভীষণ স্পেশ্যাল । তাই এই বিশেষ দিনে নিজেদের মতো করে একান্তে একটু সময় কাটাতে কে না চায় । আর সঙ্গে যদি থাকে মন ভাল করে দেওয়া, অতুলনীয় স্বাদের মেনু, তা হলে তো আর দেখতে হবে না ।
advertisement
2/5
• তাই ঈগল বাইটস পিৎজা’র দূর্দান্ত কম্বো অফার পেতে অবশ্যই আসুন এই রেস্তোরাঁয় । ঠিকানা হল, ২৪, সারদা পল্লী, ব্লক-ডি, টেগর পার্ক । ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই অফার । চলবে১৪ ফেব্রুয়ারি পর্যন্ত । সময় সাকল ১১ টা থেকে রাত ৯টা ।
advertisement
3/5
• কম্বো অফারে থাকছে ১০ ইঞ্চি স্মোকড চিকেন পিৎজা, ১টি চিজি মাশরুম গার্লিক ব্রেড এবং ২টি কোক ।
advertisement
4/5
• এ ছাড়াও মেনুতে থাকছে অন্যান্য আইটেম গুলিও । সে গুলিও চেখে দেখতেই পারেন আপনি । থাকছে, গার্লিক প্রন পিৎজা, ট্রিপল চকোলেট স্যুইট পিৎজা, বার্বিকিউ চিকেন পিৎজা, স্পাইসি গার্লিক স্ক্রোল ।
advertisement
5/5
• দু’জনের খেতে আনুমানিক খরচ পড়বে ৬৫০ টাকার মতো । প্রত্যেক কাপলের জন্য থাকছে ভ্যানিলা বা স্ট্রবেরি আইসক্রিম সম্পূর্ণ বিনামূল্যে ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রেম দিবসে বিশেষ কম্বো অফার নিয়ে এল ঈগল বাইটস পিৎজা, ফ্রি-তে পাবেন আইসক্রিম
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল