TRENDING:

Valentines Week: ভালবাসারই মরশুম...ভ্যালেন্টাইন্স উইকে কবে সঙ্গীকে চুমু খেতে হয়? গোলাপ দেবেন কবে? সব জেনে নিন

Last Updated:
Valentines Week: প্রেমের সপ্তাহ কোন দিনগুলোতে উদযাপন করবেন জেনে নিন, রইল গোটা তালিকা।
advertisement
1/7
ভালবাসারই মরশুম...ভ্যালেন্টাইন্স উইকে কবে সঙ্গীকে চুমু খেতে হয়? গোলাপ দেবেন কবে?
রোজ ডে (rose day): ফেব্রুয়ারির ৭ তারিখে রয়েছে গোলাপ দেওয়া নেওয়ার দিবস।৭ ফেব্রুয়ারি উদযাপন হয় রোজ ডে। প্রিয় মানুষটিকে এদিন আপনার পছন্দের রঙের গোলাপ তুলে দিন।
advertisement
2/7
প্রপোজ ডে (Propose Day) তবে শুধু গোলাপ দিলেই চলবে না। মনের ভাব প্রিয় মানুষের কাছে পৌঁছতে হবে। তাঁর জন্য ৮ ই ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়। এদিন মনের মানুষকে নিজের মনের কথা খুলে বলুন।
advertisement
3/7
টেডি ডে (Teddy Day) নারীরা টেডি বিয়ার বা পুতুল পছন্দ করেন। অনেক পুরুষও সফট টয় বা টেডি পছন্দ করেন। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত। এই দিনে প্রিয়জনকে টেডি উপহার দিতে পারেন। প্রিয় মানুষটাকে তাঁর পছন্দের একটা টেডি এদিন কিনে দিতেই পারেন।
advertisement
4/7
প্রমিস ডে (Promise Day) ভালবাসা আর প্রতিশ্রুতি শব্দ দুটো একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও।
advertisement
5/7
হাগ ডে (Hug Day) মনের মানুষকে জড়িয়ে ধরার দিন ১২ ফেব্রুয়ারি। হাগ ডে হিসাবে প্রচলিত এ দিন। নিজের প্রিয় মানুষকে এদিন জড়িয়ে ধরতেই পারেন।
advertisement
6/7
কিস ডে (Kiss Day) প্রেমের সপ্তাহের এই দিনে সঙ্গীকে চুমু খেতে পারেন। অনেকের মতে, মুখে না বলা কথাও চুমুর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উদযাপন হয় কিস ডে বা চুম্বন দিবস। তাই এদিন প্রিয় মানুষকে একটা ছোট কিস করে আপনার ভালোবাসার প্রকাশ অনায়াসেই করতে পারেন।
advertisement
7/7
প্রেমের সপ্তাহের শেষ সপ্তাহ হল ভ্যালেন্টাইন ডে। উপহার ,প্রতিশ্রুতি সমস্ত কিছু মনের মানুষকে বোঝানোর দিন হল এ দিন। পছন্দের মানুষকে কতটা ভালোবাসেন এদিন তা প্রমাণ করার দিন। তাই মান অভিমান সমস্ত কিছু ভুলে এই দিনটি সারাদিন উদযাপন করুন। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines Week: ভালবাসারই মরশুম...ভ্যালেন্টাইন্স উইকে কবে সঙ্গীকে চুমু খেতে হয়? গোলাপ দেবেন কবে? সব জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল