Easy Hacks For Winter: নিমেষে উঠাও মুখের সব দাগ! ত্বকের যত্নে ভরসা রাখুন সস্তার ‘এই’ তেলের ম্যাজিকে! ফুরফুরে থাকবে ত্বক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Easy Hacks For Winter: নারকেল তেল সাধারণত চুলে প্রয়োগ করা হয়। দামি স্কিন কেয়ার প্রোডাক্ট, বডি লোশন, ময়েশ্চারাইজারে টাকা খরচ না করে নারকেল তেল লাগান।
advertisement
1/8

নারকেল তেল সাধারণত চুলে প্রয়োগ করা হয়। দামি স্কিন কেয়ার প্রোডাক্ট, বডি লোশন, ময়েশ্চারাইজারে টাকা খরচ না করে নারকেল তেল লাগান।
advertisement
2/8
এই ঠান্ডা ঋতুতে এটি সারা শরীরে লাগালে তা শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এর কারণে শরীর শুষ্ক, প্রাণহীন বা প্রসারিত দেখায় না। শীতে স্নানের পর শরীরে নারকেল তেল লাগানো ভাল।
advertisement
3/8
শীতকালে মানুষ প্রায়ই ঠোঁট ফাটার সমস্যায় ভোগে। ফাটা ঠোঁটে দুই বা তিন ফোঁটা নারকেল তেল লাগালে ভাল হয়। ঠোঁট নরম এবং গোলাপী দেখায়। রাতে ঘুমানোর আগে এটি করলে আরও ভাল ফল পাবেন।
advertisement
4/8
ত্বকে নারকেল তেল লাগালে স্ট্রেচ মার্ক কমে যায়। প্রতিদিন স্নানের পর স্ট্রেচ মার্কগুলিতে নারকেল তেল লাগান। এটি ত্বককে টানটান করে তোলে।
advertisement
5/8
এই তেল দিয়ে শরীরে ম্যাসাজ করলে শরীরের পেশী শিথিল হয়। নারকেল তেল গরম করুন এবং শরীরে ব্যথা হলে বা ক্লান্ত বোধ করলে শরীরে ম্যাসাজ করুন।
advertisement
6/8
অল্প বয়সে বলিরেখা, দাগ, পিগমেন্টেশন সমস্যা, ত্বকের চরম শুষ্কতায় ভুগলে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন।
advertisement
7/8
আপনার হাতের তালুতে তিন থেকে চার ফোঁটা নারকেল তেল নিয়ে ত্বকে আলতো করে ম্যাসাজ করুন। অল্প বয়সে ত্বকে বার্ধক্যের লক্ষণ দেখা দিলে অবশ্যই নারকেল তেল লাগান।
advertisement
8/8
ত্বকের কোথাও চুলকানি, জ্বালাপোড়া বা লাল ফুসকুড়ির সমস্যা থাকলে নারকেল তেল লাগান। স্নানের পর নারকেল তেল লাগালে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নারকেল তেল আসলে প্রকৃতিতে শীতল। এই ধরনের অবস্থায়, এটি জ্বলন্ত সংবেদন এবং ইঞ্চি কমাতে কার্যকর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Hacks For Winter: নিমেষে উঠাও মুখের সব দাগ! ত্বকের যত্নে ভরসা রাখুন সস্তার ‘এই’ তেলের ম্যাজিকে! ফুরফুরে থাকবে ত্বক