Uric Acid Control Tips: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় কেঁদে ফেলছেন? এখনই এই ডালগুলি খাওয়া বন্ধ করুন! মুক্তি পাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Uric Acid Control Tips: ইউরিক অ্যাসিডের মাত্রা তথা গাউটের যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে ডায়েট থেকে কিছু ডাল বাদ দিতে হবে। বা খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে।
advertisement
1/5

ইউরিক অ্যাসিড শরীরে জমলে গাঁটের যন্ত্রণা, কিডনি স্টোন-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়।
advertisement
2/5
ইউরিক অ্যাসিডের মাত্রা তথা গাউটের যন্ত্রণা নিয়ন্ত্রণ করতে ডায়েট থেকে কিছু ডাল বাদ দিতে হবে। বা খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/5
ডালের যৌগ পিউরিন ভেঙে শরীরে তৈরি হয় ইউরিক অ্যাসিড। ফলে রক্তে এই অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়। বেড়ে যায় গাউট।
advertisement
4/5
যে সব ডালে পিউরিন বেশি, সেগুলি বাদ দিতে হবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে। মুসুরডালে পিউরিন বেশি। তাই পুষ্টির আধার হলেও ইউরিক অ্যাসিডে বাদ দিতে হবে এই ডাল।
advertisement
5/5
ছোলার ডাল, কালো অড়হর ডাল, গোটা অড়হর ডালে পিউরিন বেশি। তাই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে ডায়েটে যতটা সম্ভব কম রাখুন এগুলি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Uric Acid Control Tips: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় কেঁদে ফেলছেন? এখনই এই ডালগুলি খাওয়া বন্ধ করুন! মুক্তি পাবেন