TRENDING:

Vastu Tips for Tulsi Plant: বাড়ির কোনদিকে তুলসিগাছ রাখলে সংসারে আসবে টাকা? কোন দিকে থাকলে ঘোর অনর্থ? জানুন

Last Updated:
Vastu Tips for Tulsi Plant: তুলসিগাছ বাড়ির কোনদিকে থাকবে, তার নির্দিষ্ট কিছু রীতিনীতি নিয়ম আছে
advertisement
1/10
বাড়ির কোনদিকে তুলসিগাছ রাখলে সংসারে আসবে টাকা? কোন দিকে থাকলে ঘোর অনর্থ? জানুন
তুলসিগাছের ওষধিগুণ প্রচুর। এই গাছ বাড়িতে যত্নে রাখার রীতি পালিত হয়ে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে। তবে তুলসিগাছ বাড়ির কোনদিকে থাকবে, তার নির্দিষ্ট কিছু রীতিনীতি নিয়ম আছে।
advertisement
2/10
তুলসিগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পারিপার্শ্বিক থেকে নেগেটিভ এনার্জি দূর করে তুলসিগাছ। বিভিন্ন অনুষ্ঠানে তুলসিপাতার ব্যবহার প্রাচীন।
advertisement
3/10
অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যের জন্য তুলসিগাছ স্বাস্থ্যের জন্য উপকারী।
advertisement
4/10
তুলসিগাছের প্রভাবে পারিপার্শ্বিকের বাতাস বিশুদ্ধ হয়। পরিবেশ থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে এই গাছ।
advertisement
5/10
বাড়ির পূর্বদিকে তুলসিগাছ রাখা অত্যন্ত পবিত্র বলে প্রাচীন বিশ্বাস। মনে করা হয় পূর্বদিকের প্রথম সূর্যরশ্মি এই গাছের জন্যেও উপকারী।
advertisement
6/10
যদি বাড়ির পূর্বদিকে তুলসিগাছ রাখা একান্তই সম্ভব না হয়, তাহলে উত্তর বা উত্তর পশ্চিম দিকে রাখুন। তাহলে বিশ্বাস, পরিবারে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের বার্তা বয়ে আনে।
advertisement
7/10
বাড়ির দক্ষিণ দিকে কখনওই তুলসিগাছ রাখবেন না। প্রচলিত বিশ্বাস, এর ফলে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় এবং আর্থিক সুস্থিতি বিঘ্নিত হয়।
advertisement
8/10
বাড়িতে একাধিক তুলসিগাছ রাখতেই পারেন। তবে দেখবেন সেটা যেন সব সময় বিজোড় সংখ্যায় হয়। ১,৩,৫-এরকম সংখ্যায় তুলসিগাছ রাখুন বাড়িতে।
advertisement
9/10
বাড়িতে তুলসিগাছ সব সময় রোদে রাখুন। রৌদ্রোজ্জ্বল পরিবেশে তুলসিগাছ ভাল থাকে। নিয়মিত সার দিতে হবে। অতিরিক্ত জল গাছের গোড়ায় জমতে দেবেন না।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Tulsi Plant: বাড়ির কোনদিকে তুলসিগাছ রাখলে সংসারে আসবে টাকা? কোন দিকে থাকলে ঘোর অনর্থ? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল