Vastu Tips for Tulsi Plant: বাড়ির কোনদিকে তুলসিগাছ রাখলে সংসারে আসবে টাকা? কোন দিকে থাকলে ঘোর অনর্থ? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Tulsi Plant: তুলসিগাছ বাড়ির কোনদিকে থাকবে, তার নির্দিষ্ট কিছু রীতিনীতি নিয়ম আছে
advertisement
1/10

তুলসিগাছের ওষধিগুণ প্রচুর। এই গাছ বাড়িতে যত্নে রাখার রীতি পালিত হয়ে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে। তবে তুলসিগাছ বাড়ির কোনদিকে থাকবে, তার নির্দিষ্ট কিছু রীতিনীতি নিয়ম আছে।
advertisement
2/10
তুলসিগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পারিপার্শ্বিক থেকে নেগেটিভ এনার্জি দূর করে তুলসিগাছ। বিভিন্ন অনুষ্ঠানে তুলসিপাতার ব্যবহার প্রাচীন।
advertisement
3/10
অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যের জন্য তুলসিগাছ স্বাস্থ্যের জন্য উপকারী।
advertisement
4/10
তুলসিগাছের প্রভাবে পারিপার্শ্বিকের বাতাস বিশুদ্ধ হয়। পরিবেশ থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে এই গাছ।
advertisement
5/10
বাড়ির পূর্বদিকে তুলসিগাছ রাখা অত্যন্ত পবিত্র বলে প্রাচীন বিশ্বাস। মনে করা হয় পূর্বদিকের প্রথম সূর্যরশ্মি এই গাছের জন্যেও উপকারী।
advertisement
6/10
যদি বাড়ির পূর্বদিকে তুলসিগাছ রাখা একান্তই সম্ভব না হয়, তাহলে উত্তর বা উত্তর পশ্চিম দিকে রাখুন। তাহলে বিশ্বাস, পরিবারে সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের বার্তা বয়ে আনে।
advertisement
7/10
বাড়ির দক্ষিণ দিকে কখনওই তুলসিগাছ রাখবেন না। প্রচলিত বিশ্বাস, এর ফলে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় এবং আর্থিক সুস্থিতি বিঘ্নিত হয়।
advertisement
8/10
বাড়িতে একাধিক তুলসিগাছ রাখতেই পারেন। তবে দেখবেন সেটা যেন সব সময় বিজোড় সংখ্যায় হয়। ১,৩,৫-এরকম সংখ্যায় তুলসিগাছ রাখুন বাড়িতে।
advertisement
9/10
বাড়িতে তুলসিগাছ সব সময় রোদে রাখুন। রৌদ্রোজ্জ্বল পরিবেশে তুলসিগাছ ভাল থাকে। নিয়মিত সার দিতে হবে। অতিরিক্ত জল গাছের গোড়ায় জমতে দেবেন না।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips for Tulsi Plant: বাড়ির কোনদিকে তুলসিগাছ রাখলে সংসারে আসবে টাকা? কোন দিকে থাকলে ঘোর অনর্থ? জানুন