TRENDING:

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা, পুজোর ছুটিতে ঢু মেরে আসুন, কবিগুরুর সান্নিধ্যে কাটুক অন্য ছুটি

Last Updated:
বছরের কোন দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ছাতিমতলা! জানুন বিস্তারিত 
advertisement
1/5
শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা, পুজোয় ঢু মেরে আসুন, ছুটি কাটুক কবিগুরুর সান্নিধ্যে
আর দিন কয়েক পরেই দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় বীরভূম ভ্রমণে আসবেন ভাবছেন, আর ভ্রমণে এসে ভ্রমণপিপাসু বাঙালিরা একবার হলেও ঘুরে আসেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যে রয়েছে ছাতিমতলা। অনেকেই হয়তো এই ছাতিমতলার সম্বন্ধে জানেন না আবার অনেকেই জানেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
তবে কী কারনে ঐতিহ্যবাহী এই ছাতিমতলা! এই বিষয়ে বোলপুর শান্তিনিকেতনের এক আশ্রমিক রূপান্তর বর্মন বাবু জানান এই ছাতিমতলার সঠিক ইতিহাস নিয়ে মতান্তর রয়েছে৷ তবে ১৮৬২ সালে ব্রাহ্ম সমাজের প্রসার ও প্রয়াসের জন্য মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে অজয় নদের তীরে রায়পুরের সিংহ বাড়িতে আসেন ৷ এই পথ ধরে পালকি নিয়ে যাওয়ার সময় দু'টি ছাতিমগাছের নীচে বিশ্রাম নেন তিনি। প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম এই পরিবেশটি আকর্ষণ করে দেবেন্দ্রনাথ ঠাকুরকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
এর পরবর্তীকাল ১৮৬৩ সালের ১ মার্চ ভুবনডাঙার পুকুর-সহ বছরে ৫ টাকা খাজনার বিনিময়ে ২০ বিঘা জমির পাট্টা নেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পরে এই ছাতিমতলাতেই উপাসনা করতেন তিনি। শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূত্র বাঁধা এই ছাতিমতলা থেকেই।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এখানে উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ ও বিশ্বভারতীর নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন৷ এখানে রাখা বেদিটিতে লেখা আছে, "তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি ।" বিশ্বকবির প্রয়াণের পর এই ছাতিমতলাতেই হয়েছিল বিশেষ উপাসনা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
এর পাশাপাশি ৭ পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন ৷ তাই প্রতি বছর এই দিনে ছাতিমতলায় উপাসনার আয়োজন করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন ২৫ বৈশাখ ও প্রয়াণ দিবস ২২ শ্রাবণে বিশেষ উপাসনার ব্যবস্থা করা হয় এখানে৷ এছাড়া খ্রিস্টোৎসবেও আলো দিয়ে সাজানো হয়ে থাকে এই ছাতিমতলা। সেখান বোঝাই যায় নানা কারণে বিশ্বভারতীর এই ছাতিমতলা তাৎপর্যপূর্ণ। সেই কারণে এই পুজোই এবার বোলপুর গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা, পুজোর ছুটিতে ঢু মেরে আসুন, কবিগুরুর সান্নিধ্যে কাটুক অন্য ছুটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল