TRENDING:

Travel News: সঙ্গীকে নিয়ে পাহাড়ে অ্যাডভেঞ্চার চান, কালিম্পংয়ের নতুন ঠিকানা 'মায়রং গাঁও', শীতের ছুটিতে ঢুঁ মারুন

Last Updated:
Travel News: খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও মায়রং গাঁও তার নিজস্ব স্বাদে অনন্য। হোমস্টে গুলিতে পরিবেশন করা হয় অর্গানিক সবজি, দেশি মুরগি, স্থানীয় ভাবে তৈরি ‘সেল রুটি’, ‘গুলু’, ‘নেটল স্যুপ’, সঙ্গে ধোঁয়া ওঠা দার্জিলিং চা। গ্রামের মানুষজনের আন্তরিকতা খাবারের স্বাদে আরও বাড়তি মাত্রা যোগ করে।
advertisement
1/5
সঙ্গীকে নিয়ে পাহাড়ে অ্যাডভেঞ্চার চান, কালিম্পংয়ের নতুন ঠিকানা 'মায়রং গাঁও', ঢুঁ মারুন
যদি ভিড়ভাট্টা থেকে মুক্ত, একান্তে পাহাড়কে নিজের মতো করে অনুভব করার জায়গা খুঁজে থাকেন, তবে কালিম্পংয়ের কাছে 'মায়রং গাঁও' হতে পারে সেই স্বপ্নের ঠিকানা। এখনও খুব একটা এক্সপ্লোর হয়নি বলে গ্রামটির চারপাশে রয়েছে নিখাদ শান্তি আর নির্মল প্রকৃতির ছোঁয়া।
advertisement
2/5
সবুজে ঢেউ খেলা টেরেস চাষ, দূরে কুয়াশা লেগে থাকা পাহাড়ের রেখা আর গ্রামের মানুষের সহজ-সরল আতিথেয়তা মায়রং গাঁওকে যেন আরও আপন করে তোলে। ভোরের নরম রোদে গ্রামজুড়ে পাখির ডাক, আর সন্ধের পর ঠান্ডা বাতাসে পাইন বনের গন্ধ পুরোটাই যেন এক অদেখা, অকৃত্রিম পাহাড়ি গল্প।
advertisement
3/5
গ্রামের আশেপাশে ঘুরে দেখা যায় স্থানীয় কার্ডামম বাগান, অর্কিডের নার্সারি, ছোট ছোট ঝরনা আর ভিউ পয়েন্ট, যেখান থেকে কালিম্পং শহর ও আশপাশের পাহাড়ি স্তরগুলো স্পষ্ট দেখা যায়। অ্যাডভেঞ্চারপ্রেমীরা চাইলে গ্রাম থেকে সংলগ্ন জঙ্গল-ট্রেইল ধরে লাইট ট্রেকও করতে পারেন।
advertisement
4/5
খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও মায়রং গাঁও তার নিজস্ব স্বাদে অনন্য। হোমস্টে গুলিতে পরিবেশন করা হয় অর্গানিক সবজি, দেশি মুরগি, স্থানীয় ভাবে তৈরি ‘সেল রুটি’, ‘গুলু’, ‘নেটল স্যুপ’, সঙ্গে ধোঁয়া ওঠা দার্জিলিং চা। গ্রামের মানুষজনের আন্তরিকতা খাবারের স্বাদে আরও বাড়তি মাত্রা যোগ করে।
advertisement
5/5
এবার ভাবছেন কিভাবে যাবেন? কালিম্পং থেকে মায়রং গাঁওয়ের দূরত্ব প্রায় ১২–১৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে সরাসরি কালিম্পং পৌঁছে সেখান থেকে লোকাল ট্যাক্সি, বোলেরো বা রিজার্ভ গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় গ্রামটিতে। রাস্তা বেশ ভাল, তবে কিছু অংশে পাহাড়ি বাঁক রয়েছে। যারা ভিড়মুক্ত, নিরিবিলি পাহাড়ি জীবন অনুভব করতে চান, তাদের জন্য মায়রং গাঁও সত্যিই প্রকৃতির মাঝে দুর্দান্ত এক গন্তব্য!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: সঙ্গীকে নিয়ে পাহাড়ে অ্যাডভেঞ্চার চান, কালিম্পংয়ের নতুন ঠিকানা 'মায়রং গাঁও', শীতের ছুটিতে ঢুঁ মারুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল