Travel: শহরের কোলাহল ছেড়ে সঙ্গীকে নিয়ে নির্জনে সময় কাটাতে চানে, পুজোর ছুটিতে ঘুরে আসুন সুন্দরবনের মুক্তি পার্ক থেকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Travel: পুজোর ছুটিতে নিভৃতে কোলাহলমুক্ত সময় কাটাতে চান। তাহলে চলে আসুন সুন্দরবনের মুক্তি পার্কে। এই পার্কে থাকার জন্য রয়েছে বাঁশ ও মাটির কাঠামোর সুন্দর ঘর।
advertisement
1/6

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোর ছুটিতে নিভৃতে কোলাহলমুক্ত সময় কাটাতে চান। তাহলে চলে আসুন সুন্দরবনের মুক্তি পার্কে। এই পার্কে থাকার জন্য রয়েছে বাঁশ ও মাটির কাঠামোর সুন্দর ঘর। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
এই পার্কের কোনও প্রবেশ মূল্য নেই। জঙ্গল লাগোয়া এই পার্কে গেলেই আপনি ম্যানগ্রোভ অরণ্যের দেখা পাবেন। আর পাবেন ঠাকুরান নদীর ছোঁয়া। এই পার্ক আপনাকে প্রকৃতির ছোঁয়ায় ভরিয়ে দেবে।
advertisement
3/6
এই পার্কে আসতে হলে আপনাকে শিয়ালদহ দক্ষিণ শাখার মথুরাপুর রেলস্টেশনে নামতে হবে। ভাড়া মাত্র ২০ টাকা। সেখান থেকে বাসে চেপে রায়দিঘি ভাড়া মাত্র ৪০ টাকা। এরপর সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে দমকল পূর্ব শ্রীধরপুরে যেতে হবে। প্রায় ৫০ টাকা ভাড়া পড়বে সেখানে।
advertisement
4/6
এখানে থাকার জন্য মুক্তির অফিসে আগে থেকে যোগাযোগ করতে হবে। ২০০০ টাকার মধ্যেই রুম পাবেন আপনি সেখানে। আপনি এখানে এলে দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য, নদী ও জঙ্গল লাগোয়া এলাকার মানুষের জীবনযাত্রা। আগের থেকে পার্কটি আরও সুন্দর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা শুকুন্তলা মন্ডল ও মুজিব পেয়াদারা।
advertisement
5/6
পুজোর ছুটিতে পর্যটকরা আসবেন এখানে, সেজন্য রঙবেরঙের বাহারি ফুলগাছ ও বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজানো হচ্ছে পার্কটিকে। পূর্ব শ্রীধরপুরে আপনি এসে পৌঁছালেই একটি অন্য জগতে প্রবেশ করবেন।
advertisement
6/6
সুন্দরবনের সুন্দরী, হেঁতাল, গেঁওয়া গাছের ঘন ছায়ার মধ্যেই আপনি হারিয়ে যাবেন কয়েকটি ঘণ্টার জন্য। কোনও কোলাহল নেই গোটা এলাকায়। তাহলে আর দেরি কিসের, এই পুজোয় চলে আসুন মুক্তি পার্কে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: শহরের কোলাহল ছেড়ে সঙ্গীকে নিয়ে নির্জনে সময় কাটাতে চানে, পুজোর ছুটিতে ঘুরে আসুন সুন্দরবনের মুক্তি পার্ক থেকে