স্রোতস্বিনী নদী, দু'পারে দুলছে সাদা সাদা তুলোর মতো কাশ...! প্রকৃতির স্বাদ নিতে আসতে পারেন আপনিও, কলকাতা থেকে ঢিল ছোড়া পথ!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
নবনির্মিত ব্রিজের দু'পাশের ফুটপাতেই জমে উঠছে বিকেলের আড্ডা,এখানকার মনোরম প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিছুটা সময় কাটালেই মন ভাল হয়ে যাবে।
advertisement
1/6

বিকেল হতেই নবনির্মিত জয়দেব সেতুর মনোরম পরিবেশের অনুভূতি নিতে ভিড় করছেন মানুষজন। জমে উঠছে ৮ থেকে আশির আড্ডা।ব্রিজের দুপাশে বয়ে চলেছে স্রোতস্বিনী অজয় নদী।দুই পারে তার কাশের মেলা।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
সেতুর নিরাপদ ফুটপাতে হাঁটতে যাওয়া থেকে ঝালমুড়ি ও আইসক্রিম সহ চলছে মুখরোচক খাওয়া দাওয়া।সোশ্যাল মিডিয়ার যুগে ভিডিও তৈরি করতে আসছে যুবক যুবতীরা। পশ্চিম বর্ধমান ও বীরভূম দুই জেলার মানুষের যেন মিলন ক্ষেত্র হয়ে উঠেছে ওই বিশাল সেতু।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
বহু প্রতীক্ষিত অজয় নদের উপর ওই স্থায়ী সেতু চলতি বছরের ২৯ জুলাই শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুর নামকরণ করা হয় কবি জয়দেবের নামে।কারণ এই এলাকাটি কবির স্মৃতি বিজড়িত একটি স্থান।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
বীরভুম ও পশ্চিম বর্ধমানের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতু এই জয়দেব সেতু। যা অজয় নদের ওপর গড়ে উঠছে। দীর্ঘদিন ধরে অজয় নদের ওপর একটি অস্থায়ী সেতু ছিল। বর্ষাকাল আসতেই যা ভেঙে জলে তলিয়ে যেত। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেত। মানুষের দুর্ভোগের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণ করেন।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
5/6
আড়াই কিলোমিটারের অধিক রাস্তা সহ ওই ঝাঁ চকচকে সেতু এলাকাবাসী সহ দুর-দূরান্তের মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।প্রতিদিন বিকেলে ঘুরতে আসা এক ব্যাক্তি জানান,সেতুর দু'পাশে ফুটপাতে বসে এই নদী,কাশফুল সহ এত সুন্দর পরিবেশে সময় কাটানোর একটা দারুণ জায়গা হয়ে উঠেছে এই জয়দেব সেতু। ( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
6/6
সেতু থেকে অজয় নদের শরতের দৃশ্য এককথায় মনমুগ্ধকর।নদের জল বয়ে চলেছে। নদের দুই চর ভরে উঠছে সাদা কাশফুলে। কাশ আর আকাশ মিশে গিয়েছে বহুদূরে গিয়ে। সূর্যাস্তের সময় আকাশে রঙের খেলা, সাথে মিলেমিশে যায় প্রকৃতি।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
স্রোতস্বিনী নদী, দু'পারে দুলছে সাদা সাদা তুলোর মতো কাশ...! প্রকৃতির স্বাদ নিতে আসতে পারেন আপনিও, কলকাতা থেকে ঢিল ছোড়া পথ!