Tourist Spot Near Kolkata: একদিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে নিরিবিলিতে সময় কাটাতে চান? কলকাতার কাছেই রয়েছে এই অপূর্ব জায়গা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
একদিনের ছুটিতে প্রিয়জন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার আদর্শ জায়গা বসিরহাটের ঘোষ বাড়ি
advertisement
1/6

রাজ্যজুড়ে গ্রীষ্মের দাবদাহ। কিন্তু তাই বলে কি প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাবেন না? যাবেন, নিশ্চয়ই যাবেন! কলকাতার কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে গেলেই মন-প্রাণ জুড়িয়ে যাবে।
advertisement
2/6
একদিনের ছুটিতে প্রিয়জন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা বসিরহাটের ঘোষ বাড়ি। উত্তর ২৪ পরগনার টাকি ও বসিরহাটের মাঝে অবস্থিত এই ঘোষ বাড়ি উদ্যান।
advertisement
3/6
সম্প্রতি কয়েক বছরের মধ্যে বিনোদনের অন্যতম ঠিকানা হয়ে উঠেছে এই ঘোষ বাড়ি পার্ক। দিনের বেলায় শান্ত মনোরম পরিবেশ আর অন্ধকার নামলেই রঙিন আলোর ঝলমলানি এখানকার অন্যতম প্রধান ইউএসপি।
advertisement
4/6
প্রতিদিন বিকেলের পরই মানুষের ঢল নামে এই উদ্যানে। মনে হয় যেন মেলা বসেছে। তৈরি করা হয়েছে ঝিল,করতে পারবেন বোটিং। আদিবাসী ও পাহাড়ি অধ্যুষিত এলাকার আদলে একাধিক কটেজের ব্যবস্থাও আছে।
advertisement
5/6
এখানে পার্কের একপাশে বড় একটি জলাশয় আছে। অন্যদিকে রংবাহারি ফুলের বাগান। জলাশয়ের মাঝে আছে ঝর্ণা। পার্কের ভিতরেই শিশুদের জন্য রয়েছে নানা রাইড।
advertisement
6/6
খুব অল্প সময়েই কলকাতা থেকে এখানে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে দু'ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন মধ্যমপুর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোয় চেপে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যান এই উদ্যানে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tourist Spot Near Kolkata: একদিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে নিরিবিলিতে সময় কাটাতে চান? কলকাতার কাছেই রয়েছে এই অপূর্ব জায়গা