Toilet Cleaning Tips: ১ টাকাও খরচ হবে না...! বাথরুমের দুর্গন্ধ গায়েব হবে এক রাতের মধ্যে, হাতে রাখুন মাত্র ১০ মিনিট, রইল দুর্দান্ত ম্যাজিক টিপস
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Toilet Cleaning Tips: অনেক সময় বাথরুম বেশ কয়েকদিন পরিষ্কার না করলে সেখান থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷ ঘরোয়া কিছু টোটকাতেই বাথরুমের দুর্গন্ধ দূর করতে পারেন৷
advertisement
1/8

বাথরুম ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ বাড়িতেই ঘর লাগোয়া টয়লেট রয়েছে। প্রত্যেককেই তাদের বাথরুম নিয়মিত পরিষ্কার করতে হয়। কিন্তু অনেক সময়েই ব্যস্ততার কারণে বাথরুম পরিষ্কার করা হয়ে ওঠে না৷
advertisement
2/8
অনেক সময় বাথরুম বেশ কয়েকদিন পরিষ্কার না করলে সেখান থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে৷ তার মধ্যে আচমকা অতিথি চলে এলে তা প্রচণ্ডই লজ্জার বিষয়৷ এছাড়া বাড়িতে বেশ কিছু লোক বাথরুম ব্যবহার করলেও অনেক সময় দুর্গন্ধ বেরোয়৷
advertisement
3/8
ঘর পরিস্কার করার পাশাপাশি বাড়ির বাথরুম পরিস্কার করাও অন্যতম একটা ঝক্কির বিষয়৷ তবে ঘরের মতো বাথরুম পরিস্কার রাখাও ভীষণ জরুরি৷ কারণ বাড়ির বাথরুম পরিস্কার-পরিচ্ছন্ন না থাকলে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে৷
advertisement
4/8
এটি রোগ ছড়ানোর যেমন একটি অন্যতম বড় কারণ হতে পারে। তেমনই কমোড নিয়মিত পরিষ্কার না করলে হলুদ হয়ে যায়। পরে সেগুলো পরিষ্কার করতে অনেক অসুবিধা হয়। তবে এবার টয়লেট পরিস্কার করতে আর কোনও টাকা খরচ করতে হবে না৷ বিনা খরচাতেই টয়লেট হবে ধবধবে সাদা৷ ঘরোয়া কিছু টোটকাতেই বাথরুমের দুর্গন্ধ দূর করতে পারেন৷
advertisement
5/8
চুল, ময়লা এবং অন্যান্য আবর্জনা জমেও বাথরুমে দুর্গন্ধের সৃষ্টি হয়৷ সেক্ষেত্রে বাথরুমের নালা পরিষ্কার করা ভীষণ জরুরি৷ এছাড়াও বেকিং সোডা দিয়ে বাথরুম পরিষ্কার করে নিতে পারেন৷ এতে সহজেই নোংরা গন্ধ দূর হবে৷
advertisement
6/8
কফি কম-বেশি সকলের বাড়িতেই থাকে৷ একটা বড় বাটিতে জল নিয়ে তাতে কফি বিন রেখে সেটাকে বাথরুমে রেখে দিন৷ এতেও বাথরুমের দুর্গন্ধ রাতারাতি দূর হবে৷
advertisement
7/8
ফিনাইল জল দিয়ে বাথরুম পরিষ্কার করলেও তা দুর্গন্ধ কমাতে সাহায্য করে৷ আর ভাল ফল পেতে ফিনাইল জলের মধ্যে পাতিলেবু মিশিয়ে নিন৷ এতে এক রাতের মধ্যে দুর্গন্ধ চলে যাবে৷ বাথরুমে সুগন্ধী মোমও জ্বালিয়ে রাখতে পারেন৷
advertisement
8/8
বাথরুম নিয়মিত পরিষ্কার করতে না পারলে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পেতে চাইলে নিজের পছন্দের সুগন্ধী একটু বোতলে ভরে নিয়ে সেটা বাথরুমে স্প্রে করে নিন, এতে বাথরুম ফ্রেশ থাকবে৷ বাথরুমে অবশ্যই এগজস্ট ফ্যান লাগান, এতেও বাথরুমের গ্যাস অনেকটাই বেরিয়ে যায়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toilet Cleaning Tips: ১ টাকাও খরচ হবে না...! বাথরুমের দুর্গন্ধ গায়েব হবে এক রাতের মধ্যে, হাতে রাখুন মাত্র ১০ মিনিট, রইল দুর্দান্ত ম্যাজিক টিপস