Toe Hair Sign for Health: পায়ের বুড়ো আঙুলে চুল...ব্লাড সুগার থেকে হৃৎপিণ্ডের স্বাস্থ্য! আভাস দেয় অনেক কিছুর, বলছেন চিকিৎসক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কাটিয়ারের দাবি, পায়ের পাতায় বড় চুল থাকার অর্থ, সেখানকার হেয়ার ফলিকলে যথেষ্ট রক্ত সংবহন তন্ত্র যথেষ্ট পরিমাণে অক্সিজেন পরিবহণ করে৷
advertisement
1/7

এটা যে সুস্বাস্থ্য অথবা দুর্বল স্বাস্থ্যের কোনও লক্ষণ হতে পারে, এতো আমাদের জানাই ছিল না৷ পায়ের আঙুলে বড় চুল বা লোম কোনও মানুষের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের দিকে অদৃশ্য বার্তা দিতে পারে৷ নয়ডার চিকিৎসক ডা. শ্রাদ্ধে কাটিয়ার এবিষয়ে বিশদে ব্যাখ্যা দিয়েছেন৷
advertisement
2/7
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কারও আঙুলে কতটা লোম রয়েছে, তা তার শরীরের সংবহন তন্ত্র ও মেটাবলিজমের বিষয়ে নির্দিষ্ট বার্তা দেয়৷
advertisement
3/7
কাটিয়ারের দাবি, পায়ের পাতায় বড় চুল থাকার অর্থ, সেখানকার হেয়ার ফলিকলে যথেষ্ট রক্ত সংবহন তন্ত্র যথেষ্ট পরিমাণে অক্সিজেন পরিবহণ করে৷ কান, পায়ের বুড়ো আঙুল সহ শরীরের প্রান্তিক অঙ্গে কারও চুলের গ্রোথ ভাল থাকলে, তা তার শরীরের সুস্থ সংবহন তন্ত্র, যার কেন্দ্রে হৃৎপিণ্ড রয়েছে, তার সুস্বাস্থ্যের দিকে ইঙ্গিত করে৷ কারণ, হেয়ার ফলিকল সুস্থ থাকতে একটানা রক্ত প্রবাহ অত্যন্ত জরুরি৷
advertisement
4/7
কাটিহার জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে কারও যদি ইনসুলিন প্রতিরোধ তৈরি হয়, অর্থাৎ, ডায়াবেটিসের সমস্যা থাকে, তাহলে তাঁর রক্তে থাকা হাই ইনসুলিন ও হাই সুগার তাঁর রক্ত ধমনীগুলির স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়৷ ফলে শরীরের প্রান্তের দিকে রক্তপ্রবাহ কমে৷
advertisement
5/7
রক্তপ্রবাহ কমলে কমে পায়ের বুড়ো আঙুলের থাকা চুলের সংখ্যা, কিছু কিছু ক্ষেত্রে তো তা একেবারেই অদৃশ্য হয়ে যায়৷ তাই পায়ের বুড়ো আঙুলে চুল না থাকার বা কম থাকার অর্থ দীর্ঘদিন ধরে থাকা ডায়াবেটিস এবং পেরিফেরাল রক্তবাহে পরিবর্তন৷
advertisement
6/7
যদিও শুধু মাত্র পায়ের বুড়ো আঙুলে চুল না থাকা দিয়েই রোগ আছে কি না তা নির্ধারণ করা যায় না৷ তবে, কাটিহার মনে করেন পায়ের বুড়ো আঙুলে চুল না থাকার পাশাপাশি, কারও যদি কোল্ড ফিট, পায়ে ঝিন ধরা, কেটে গেলে সহজে না শুকনোর মতো সমস্যাও থাকে, তাহলে অবশ্যই চেক আপ করানো উচিত৷
advertisement
7/7
"যদি এর মধ্যে কোনও লক্ষণ থাকে, তাহলে রক্তে শর্করা, ইনসুলিন মার্কার এবং রক্ত সঞ্চালন পরীক্ষা করে রাখা বুদ্ধিমানের কাজ," জোর দিয়ে বলেন চিকিৎসক। শরীরের অভ্যন্তরে রক্ত প্রবাহ কমে যাওয়া ইনসুলিন সমস্যার সাথে সম্পর্কিত৷ ইনসুলিন একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। আপনার শরীরের পুষ্টির জন্য অপরিহার্য, ইনসুলিন প্রতিরোধের সম্মুখীন হয় যখন আপনার পেশী, চর্বি এবং লিভারের ভিতরের কোষগুলি এই হরমোনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toe Hair Sign for Health: পায়ের বুড়ো আঙুলে চুল...ব্লাড সুগার থেকে হৃৎপিণ্ডের স্বাস্থ্য! আভাস দেয় অনেক কিছুর, বলছেন চিকিৎসক