ফেস ওয়াশ ব্যবহারের সময় সঠিক নিয়ম মানছেন তো? নইল কিন্তু হিতে বিপরীত
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Skin Care Tips: অনেক সময় আমরা সে সব নিয়ম মানি না। বা জানলেও আমাদের মনে থাকে না। ফলে হিতে বিপরীত হয়। উপকারের পরিবর্তে ত্বকে ক্ষতি হয়
advertisement
1/6

ত্বক থেকে নোংরা, অতিরিক্ত তেল ও দূষণজাত পদার্থ তোলার জন্য আমরা কমবেশি ফেসওয়াশ বা ক্লেঞ্জার ব্যবহার করি। তবে ত্বকচর্চার অন্যান্য উপকরণের মতো ফেসওয়াশ ব্যবহারেরও কিছু নিয়ম আছে। অনেক সময় আমরা সে সব নিয়ম মানি না। বা জানলেও আমাদের মনে থাকে না। ফলে হিতে বিপরীত হয়। উপকারের পরিবর্তে ত্বকে ক্ষতি হয়।
advertisement
2/6
ত্বক বিশেষজ্ঞ অঞ্চল প্রধান টিপস দিয়েছেন কী করে ভুল এড়িয়ে স্কিন প্রডাক্ট ব্যবহার করতে হয়। তিনি জানিয়েছেন ত্বকচর্চার উপকরণ ব্যবহারের আগে মুখ ভাল করে ভিজিয়ে নিতে হবে। তাহলে মুখের সব অংশে সমান ভাবে ক্রিম বা ফেস ওয়াশ লাগানো যাবে।
advertisement
3/6
অতিরিক্ত বেশি বা কম, কোনও পরিমাণেই স্কিন প্রডাক্ট ব্যবহার করা উচিত নয়। বেশি ফেসওয়াশে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। আবার কম ফেস ওয়াশ ব্যবহার করলে ত্বকের ময়লা দূর হবে না। তাই মাঝারি পরিমাণেই ফেস ওয়াশ নিন মুখে মাখার জন্য।
advertisement
4/6
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেস ওয়াশ ধুয়ে ফেলবেন না। বরং অন্তত মিনিট দুয়েক মুখে রাখুন ফেস ওয়াশের প্রলেপ।
advertisement
5/6
ফেস ওয়াশ ধোওয়ার সময় কর্কশ বা মোটা তোয়ালে ব্যবহার করবেন না। সব সময় নরম ও মোলায়েম তোয়ালে ব্যবহার করুন। এতে ত্বক ভাল থাকবে।
advertisement
6/6
ফেস ওয়াশ ব্যবহারের পর ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতেই হবে। না হলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়বে। বিশেষজ্ঞের পরামর্শ, ত্বকের জন্য যাঁরা স্যালি সাইক্লিক অ্যাসিড বা রেটিনল নির্ভর জিনিস ব্যবহার করছেন, তাঁরা আগে অপেক্ষা করুন জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার জন্য। তার পরই ত্বকে ময়শ্চারাইজার দিন।