TRENDING:

Diaper Rash : সহজ এই নিয়মগুলি মানুন, ডায়াপার পরালেও আপনার শিশুসন্তান থাকবে সংক্রমণমুক্ত

Last Updated:
Diaper Rash : ডায়াপার পরালে শিশুর স্পর্শকাতর ত্বকে সংক্রমণ দেখা দেয়৷ তাই বিশেষ সতর্কতা নিতে হয়৷ নয়তো হিতে বিপরীত হবে৷
advertisement
1/7
সহজ এই নিয়মগুলি মানুন, ডায়াপার পরালেও আপনার শিশুসন্তান থাকবে সংক্রমণমুক্ত
বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় বাচ্চাকে ডায়াপার পরাতেই হয়৷ এছাড়া রাতে ঘুমনোর সময়ও ডায়াপার পরা থাকলে পাশে মাও একটু ঘুমোতে পারেন৷ বার বার ঘুম থেকে উঠে কাঁথা পাল্টানোর দরকার পড়ে না৷ (Tips to keep children free from diaper rash)
advertisement
2/7
কিন্তু ডায়াপার পরালে শিশুর স্পর্শকাতর ত্বকে সংক্রমণ দেখা দেয়৷ তাই বিশেষ সতর্কতা নিতে হয়৷ নয়তো হিতে বিপরীত হবে৷
advertisement
3/7
নোংরা ডায়াপার থেকে শিশুর ত্বকে সবথেকে বেশি সংক্রমণ হয়৷ তাই নির্দিষ্ট সময় অন্তর মনে করে শিশুর ডায়াপার পরিবর্তন করুন৷
advertisement
4/7
প্রতি বার ডায়াপার পরিবর্তনের সময় বাচ্চার ত্বকে ময়শ্চারাইজার বা হাল্কা অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে ভুলবেন না৷ তাহলে সংক্রমণের ভয় কমবে৷
advertisement
5/7
ডায়াপার খুব শক্ত হয়ে বসলে ত্বকে সংক্রমণ হতে পারে৷ কিন্তু বেশি ঢিলেঢালা ডায়াপার পরালেও মুশকিল৷ তাই মাঝে মাঝে বাচ্চার কোমরের কাছে ডায়াপার একটু ঢিলে করে দিন৷
advertisement
6/7
ডায়াপার পরিবর্তনের সময় শিশুর ত্বক পরিষ্কার করার সময় ওয়েট ওয়াইপস দিয়ে ভাল করে মুছে দিন৷ তবে খুবই নরম হাতে করবেন৷ তার পরও ত্বকে সংক্রমণ হলে শিশুর পশ্চাদ্দেশ ঈষদুষ্ণ জলে ভিজিয়ে শুকনো তোয়ালে দিয়ে মুছিয়ে নিন৷
advertisement
7/7
দিনের বেশির ভাগ সময় শিশুকে ডায়াপারমুক্ত রাখুন৷ তাহলে কোমল ত্বক শ্বাস-প্রশ্বাস নিতে পারবে৷ এই টিপসগুলি মনে রাখলেই গরমেও আপনার শিশুর ত্বক থাকবে ন্যাপি থেকে হওয়া সংক্রমণ থেকে মুক্ত৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diaper Rash : সহজ এই নিয়মগুলি মানুন, ডায়াপার পরালেও আপনার শিশুসন্তান থাকবে সংক্রমণমুক্ত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল