Good Parenting: আপনার সন্তানকে স্কুলের পরীক্ষায় বেশি নম্বর পেতে দেখতে চান? তবে এই নিয়মগুলি মেনে চলুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Good Parenting: সন্তান স্কুলের পরীক্ষায় ভাল রেজাল্ট করুক-এরকম আশা কমবেশি সব বাবা মায়েরই থাকে৷ তবে তার জন্য তাদের উপর চাপ তৈরি করা কোনও কাজের কথা নয়
advertisement
1/10

সন্তান স্কুলের পরীক্ষায় ভাল রেজাল্ট করুক-এরকম আশা কমবেশি সব বাবা মায়েরই থাকে৷ তবে তার জন্য তাদের উপর চাপ তৈরি করা কোনও কাজের কথা নয়৷ বরং অন্য কিছু নিয়ম মানলে সেগুলি ফলপ্রসূ হবে৷
advertisement
2/10
পরীক্ষার আগে বাচ্চার জন্য একটা রুটিন তৈরি করুন৷ সেখানে সব বিষয় অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় রাখুন৷ পাশাপাশি খেলাধুলো, হবিজের জন্যও সময় বরাদ্দ করতে হবে৷ দেখতে হবে তার ঘুমের জন্য সময়ও যেন থাকে রুটিনে৷
advertisement
3/10
সন্তানকে মোটিভেট করুন৷ নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিন৷ তবে কখনওই ফুল মার্কস পেতে হবে বলে অহেতুক চাপ দেবেন না৷ বাচ্চার আয়ত্তের বাইরে গিয়ে প্রত্যাশা রাখবেন না৷
advertisement
4/10
সময়কে কাজে লাগাতে শেখান সন্তানকে৷ কোন কাজ আগে করতে হবে, সেটা বোঝান৷ প্রায়োরিটি সেট করুন৷ সন্তানকে বুঝিয়ে বলুন কোন কাজটা কোন মুহূর্তে করতে হবে৷ দুর্বলতা, আগ্রহ অনুযায়ী কোন বিষয় কত ক্ষণ পড়বে, সেটা রুটিন সেট করে দিন৷
advertisement
5/10
বাড়িতে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন৷ দেখুন যাতে লেখাপড়ায় মন বসাতে আপনার সন্তানের কোনও অসুবিধে না হয়৷
advertisement
6/10
একঘেয়ে গত ধরা স্কুলের পাঠ্যবইয়ের পাশাপাশি আকর্ষণীয় ভাবে পড়তে উৎসাহ দিন৷ ইন্টারনেট, অডিও ভিস্যুয়াল মেথডের সাহায্য নিন৷
advertisement
7/10
পরীক্ষার আগে সন্তানের ডায়েটের দিকে খেয়াল রাখুন৷ দেখবেন যেন পর্যাপ্ত পুষ্টিমূল্য থাকে খাবারে৷ তার মানসিক স্বাস্থ্যও অবহেলা করবেন না৷ পরীক্ষার জন্য স্ট্রেস যেন ক্ষতি করতে না পারে, সেটা মনে রাখতে হবে৷
advertisement
8/10
পড়াশোনার সঙ্গে সঙ্গে বিরতিও প্রয়োজনীয়৷ বিশ্রাম না পেলে কিন্তু লেখাপড়ায় মন বসবে না৷ বাচ্চাকে সব সময় বলবেন রেজাল্ট খারাপ করলেও আপনারা তার পাশে থাকবেন৷
advertisement
9/10
নম্বর কম পেলেও ব্যর্থতায় সন্তানের ভরসাস্থল হয়ে থাকুন৷ তবে নম্বর বেশি পেলে উদযাপন করতেও ভুলবেন না৷
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Good Parenting: আপনার সন্তানকে স্কুলের পরীক্ষায় বেশি নম্বর পেতে দেখতে চান? তবে এই নিয়মগুলি মেনে চলুন