TRENDING:

প্লাস্টিকের বাসন থেকে খাবারের তেলমশলার দাগ কিছুতেই উঠছে না? রইল কিছু সহজ ঘরোয়া টোটকা

Last Updated:
Cleaning Plastic Utensils: প্লাস্টিকের বাসনে খুব সহজেই দাগ লেগে যায়। তেল মশলাপাতির দাগ ধরে যায়। বাসন মাজার সাধারণ সাবান ও স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে দাগ যেতেই চায় না।
advertisement
1/7
প্লাস্টিকের বাসন থেকে খাবারের তেলমশলার দাগ কিছুতেই উঠছে না? রইল সহজ ঘরোয়া টোটকা
প্লাস্টিকের উপস্থিতি এখন সর্বত্র। রান্নাঘরই বা বাকি থাকে কেন? প্লাস্টিকের বাসন বা সরঞ্জাম ব্যবহার করলে সব সময় নামী ব্র্যান্ডের জিনিস কিনুন। তবে প্লাস্টিকের কোনও জিনিসই বেশি দিন ব্যবহার করবেন না। কারণ প্লাস্টিকের বাসনে খুব সহজেই দাগ লেগে যায়। তেল মশলাপাতির দাগ ধরে যায়। বাসন মাজার সাধারণ সাবান ও স্ক্রাবার দিয়ে পরিষ্কার করলে দাগ যেতেই চায় না। ওই বাসন আদতে খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য।
advertisement
2/7
তবে কিছু ঘরোয়া টোটকা আছে। প্লাস্টিকের বাসন থেকে দাগ তোলার ক্ষেত্রে সেগুলি প্রয়োগ করাই যায়। তার জন্য প্রথমেই আসে রাবিং অ্যালকোহলের কথা। প্লাস্টিকের বাসনপত্র থেকে চা, কফি, টোম্যাটো পিউরি বা সসের দাগ তুলতে কার্যকরী এই রাসায়নিক। যদি রাবিং অ্যালকোহলে ধুয়ে নেওয়ার পরও দাগ রয়েই যায়, তাহলে এই রাসায়নিকে বাসনপত্র কিছু ক্ষণ ভিজিয়ে রাখুন। তার পর পরিষ্কার করে ধুয়ে নিন।
advertisement
3/7
ব্যবহার করতে পারেন হ্যান্ড স্যানিটাইজারও। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার বা জেল মাখিয়ে রাখুন বাসনপত্রের দাগ লেগে থাকা অংশে। তার পর ধুয়ে নিন ভাল করে। শুকিয়ে নিলেই ঝকঝকে তকতকে হয়ে যাবে প্লাস্টিকের বাসনগুলি।
advertisement
4/7
এক কাপ জলে মেশান এক চামচ ক্লোরিন ব্লিচ। ওই মিশ্রণে ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন দাগ লাগা প্লাস্টিকের বাসনগুলি। তার পর ভাল করে ঘষে মেজে নিয়ে শুকিয়ে নিন বাসনগুলি। দেখবেন আগের থেকে দাগ অনেক হাল্কা হয়ে গিয়েছে।
advertisement
5/7
এক বা দু চামচ বেকিং সোডার মিশ্রণ বানান জলের সঙ্গে। তার পর ওই মিশ্রণ লাগিয়ে রাখুন প্লাস্টিকের বাসনের দাগ লাগা অংশে। আধঘণ্টা পর ভিজে কাপড় দিয়ে মুছে নিন। এরপর ধুয়ে নিলে পুরনো দাগ মিলিয়ে যাবে অনেকটাই।
advertisement
6/7
প্লাস্টিকের বাসনের দাগ লাগা অংশে বেশি করে লেবুর রস মাখিয়ে নিন। তার পর সেটি রোদে শুকোতে দিন একদিন বা দু’দিন। সাইট্রিক অ্যাসিড ও সূর্যরশ্মির প্রভাবে বাসনের দাগও উঠে আসবে। ব্যাকটেরিয়াও কমবে। তবে বাসন থেকে দাগ তোলার জন্য যে উপকরণই ব্যবহার করুন না কেন, তার পর খুব ভাল ভাবে পরিষ্কার করে শুকিয়ে নেবেন।
advertisement
7/7
Disclaimer : এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্লাস্টিকের বাসন থেকে খাবারের তেলমশলার দাগ কিছুতেই উঠছে না? রইল কিছু সহজ ঘরোয়া টোটকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল