Tips to Buy Tasty Hilsa: কোন ইলিশের স্বাদ সবথেকে বেশি? জানুন সুস্বাদু ইলিশ চিনে কেনার টিপস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to Buy Tasty Hilsa: তাহলে কেমন ইলিশ কিনবেন? জানুন সুস্বাদু ইলিশ কেনার টিপস
advertisement
1/7

বাঙালি বরাবরই ইলিশবিলাসী। কিন্তু ইলিশ কিনতে বাজারে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন অনেকেই। কোন ইলিশে স্বাদ বেশি, কোনটায় কম ঠিক করতে পারেন না ক্রেতা।
advertisement
2/7
সাগরে ধরা ইলিশের তুলনায় অনেক বেশি সুস্বাদু হয় নদীতে ধরা ইলিশ। তাছাড়া ইলিশের স্বাদের তারতম্য ঠিক করে দেয় এর শরীরে ডিমের উপস্থিতিও।
advertisement
3/7
ইলিশ মাছের ডিমের সঙ্গে এর স্বাদের সম্পর্ক গভীর। ডিম আসার সঙ্গে সঙ্গে ইলিশ মাছের শরীর তেলে ভরে যায়। ওটাই স্বাদের কারণ।
advertisement
4/7
ডিম পাড়ার ঠিক আগের মুহূর্তে সব পুষ্টি ইলিশের ডিমে সঞ্চিত হয়, মাছের স্বাদে ঘাটতি হয়। তাই ডিম সমেত ইলিশের স্বাদ কম হয়।
advertisement
5/7
তাহলে কেমন ইলিশ কিনবেন? সেরকমই ইলিশ কিনবেন, যেখানে ডিম সবে সঞ্চারিত হয়েছে। সেরকম মাছের স্বাদ অসামান্য।
advertisement
6/7
ডিমছাড়া বা ডিমে পরিপূর্ণ-এই দু’ ধরনের ইলিশের কোনওটাই সেরা সুস্বাদু নয়। নামমাত্র ডিম সবে এসেছে, কিনতে হবে এরকম ইলিশ।
advertisement
7/7
সে ধরনের ইলিশ মাছ কোটার সময় তার তেলে হাত পিচ্ছিল হয়ে ওঠে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to Buy Tasty Hilsa: কোন ইলিশের স্বাদ সবথেকে বেশি? জানুন সুস্বাদু ইলিশ চিনে কেনার টিপস