TRENDING:

Tips and Hacks: ঘরে পুরনো বোতল পড়ে আছে? এমন একটা কাণ্ড হবে এই বোতল দিয়ে, লোকে দেখে হাঁ হয়ে যাবে

Last Updated:
Tips and Hacks: আসলে এখন আপসাইকেল করার যুগ। এর মাধ্যমে পুরনো জিনিসকে নতুন রূপ দিয়ে তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই হল মূল উদ্দেশ্য।
advertisement
1/6
ঘরে পুরনো বোতল পড়ে আছে? এমন একটা কাণ্ড হবে এই বোতল দিয়ে, লোকে দেখে হাঁ হয়ে যাবে
ঘর সাজানোর জন্য দামি দামি জিনিসপত্র কেনার প্রয়োজন নেই। বরং ঘরের এক কোণায় অবহেলায় পড়ে থাকা জিনিসগুলি ব্যবহার করেই খুব সুন্দর এবং চমকপ্রদ গৃহসজ্জার সামগ্রী তৈরি করে ফেলা যেতে পারে। আর সবথেকে বড় কথা হল, এর মাধ্যমে ঘরে পড়ে থাকা পুরনো জিনিসগুলিও ব্যবহার করা হয়ে যাবে।
advertisement
2/6
সেই সঙ্গে ঘরের শোভাও বৃদ্ধি পাবে। আসলে এখন আপসাইকেল করার যুগ। এর মাধ্যমে পুরনো জিনিসকে নতুন রূপ দিয়ে তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই হল মূল উদ্দেশ্য। কীভাবে ঘরের ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে নিজের বাড়ির অন্দরমহল সাজিয়ে নিতে পারেন, সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/6
এই কায়দায় ফেলে রাখা পুরনো বোতলের ব্যবহার: অনেক সময় বাড়িতে পুরনো বোতল থাকে। তা ফেলে দেওয়া হয়। কিংবা ঘরের মধ্যে আবর্জনার মতোই ফেলে রাখা হয়। অথচ এই বোতলকেই নিজের সৃজনশীলতা দিয়ে সুন্দর ভাবে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীতে পরিণত করা যায়। এই প্রসঙ্গে Local 18-এর সঙ্গে কথা বলছেন কাইফ। তিনি ফাইন আর্টস নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করছেন। তাঁর বক্তব্য, তিনি এবং তাঁর দল মিলে পুরনো জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর সামগ্রী তৈরি করেন। যা দেখতেও খুবই সুন্দর। আর সেই সব জিনিস দিয়ে অনায়াসে নিজের ঘর সাজানো যেতে পারে।
advertisement
4/6
ল্যাম্প: কাইফ বলেন যে, বাড়িতে ফেলে দেওয়ার মতো বোতল থাকে। অথচ সেটাই ব্যবহার করে আমরা একটি সুন্দর শোপিস তৈরি করতে পারি। যা ঘরে রাখলে শোভা কয়েক গুণ বেড়ে যাবে। এর জন্য প্রথমে একটি জলের বোতল নিয়ে তা কেটে নিতে হবে। তারপর তার উপর রঙিন কাগজ লাগিয়ে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন বানাতে হবে। এরপর এর মধ্যে আলো লাগিয়ে খুব সুন্দর একটি কারুকাজ করা ল্যাম্প তৈরি করা যাবে। আর সমস্তটা সম্পূর্ণ করার পরে বাড়ির যে কোনও জায়গায় সেটি সাজিয়ে রাখা যেতে পারে।
advertisement
5/6
পেন স্ট্যান্ড বা কলমদানি: বোতলটিকে মাঝখান থেকে কেটে তার উপর কিছু কারুকার্য বা নকশা এঁকে পেন স্ট্যান্ডও তৈরি করা যেতে পারে। কলম ছাড়াও অবশ্য সেই স্ট্যান্ডে ছুঁচ-সুতোর মতো জিনিসও রাখা যায়। এতে ঘরে জরুরি জিনিসপত্র ইতিউতি ছড়িয়ে থাকবে না। ফলে সৌন্দর্যও বাড়বে।
advertisement
6/6
আবর্জনা রাখার পাত্র: অনেক সময় ঘরদোর পরিষ্কার রাখার জন্য আবর্জনা ফেলার আলাদা পাত্রের প্রয়োজন হয়। এর জন্য বোতলের নীচের অংশটি অর্ধেক কেটে নিয়ে তা ব্যবহার করা যেতে পারে। আর ঘরের শোভা বাড়ানোর জন্য আবর্জনা ফেলার পাত্রটিকেও রঙ-তুলির সাহায্যে সাজিয়ে নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips and Hacks: ঘরে পুরনো বোতল পড়ে আছে? এমন একটা কাণ্ড হবে এই বোতল দিয়ে, লোকে দেখে হাঁ হয়ে যাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল