Valentine's Day 2022: এবারের প্রেম দিবস হোক অন্য়রকম, বিভিন্ন ভাষায় করে ফেলুন প্রেম নিবেদন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Valentine's Day 2022: স্প্য়ানিশ ভালবাসলে প্রেমিক বা প্রেমিকাকে বলুন Te Amo... হাঁটু গেড়ে বসে একথা বলার পর আপনার প্রিয়জন লজ্জায় চোখ সরিয়ে নিতে বাধ্য়। গান গেয়েও শোনাতে পারেন।
advertisement
1/6

এই ভালবাসার সপ্তাহে নতুন কিছু করা যায় কি?যদি উত্তর হ্য়াঁ হয়, তাহলে আপনার সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন প্রতিটি ভাষায় তা বলা আবশ্যক। চটপট দেখে নিন কীভাবে প্রকাশ করবেন আপনার ভালবাসা...
advertisement
2/6
প্যারিস ভালোবাসার শহর। তাই ভালবাসা প্রকাশ করতে নিশ্চিন্তে বেছে নিন ফরাসি শব্দ। "my darling" অথবা “ma chérie" ভালবাসা প্রকাশ করার জন্য় কিন্তু একদম আদর্শ। এই অভিনব প্রেম নিবেদনে আপনার প্রেমিক-প্রেমিকা খুশিই হবেন।
advertisement
3/6
স্প্য়ানিশ ভালবাসলে প্রেমিক বা প্রেমিকাকে বলুন Te Amo... হাঁটু গেড়ে বসে একথা বলার পর আপনার প্রিয়জন লজ্জায় চোখ সরিয়ে নিতে বাধ্য়। গান গেয়েও শোনাতে পারেন।
advertisement
4/6
বাংলা তো মিষ্টিতম ভাষা। বাংলায় প্রেমনিবেদনের থেকে মিষ্টি আর কী বা হতে পারে... তাই দেরি না করে চটপট বলে ফেলুন সেই তিনটে স্পেশাল শব্দ- আমি তোমাকে ভালবাসি
advertisement
5/6
যদি আপনি কোরিয়ান ড্রামসের ভক্ত হন, তাহলে সেই ভাষাই বেছে নিন। বলুন,saranghae। পরিবর্তে আপনার প্রিয়জন বলবেন judo sarang haeyo
advertisement
6/6
আমরা তো নিশ্চিত, এমনকি জেমস বন্ড (007)ও একমত হবেন যে রাশিয়ানরা প্রেম এবং রোম্যান্সের নৈপুণ্যে দক্ষ। সুতরাং, তাদের কাছ থেকে শিখে নিন এবং বলে ফেলুন I Love You
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine's Day 2022: এবারের প্রেম দিবস হোক অন্য়রকম, বিভিন্ন ভাষায় করে ফেলুন প্রেম নিবেদন