Fruit Inside Fruit: ফলের মধ্যেই ফল! একেবারে যেন ম্যাজিক, গরমের শরীরে জলের ঘাটতি মেটায়, অ্যানিমিয়া থেকে বাঁচায়!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Benefits of Ice Apple: তীব্র গরমে অস্থির পথচারীদের তৃষ্ণায় স্বস্তি এনে দিচ্ছে এই ফল। পুষ্টিবিদ দীপঙ্কর ঘোষ জানাচ্ছেন এই ফল শরীরে জলের ঘাটতি মেটায়৷
advertisement
1/5

পাকস্থলীর বিভিন্ন সমস্যা, পেট গরমভাব ও জ্বালাপোড়া কমায় এই ফল। এই ফল খেলে হজমের সমস্যাও দূর করে। (সুস্মিতা গোস্বামী)
advertisement
2/5
এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরের রক্তশূন্যতা দূর করে। চোখের দৃষ্টি শক্তি ও মুখের রুচি বাড়ায়।
advertisement
3/5
তালের শাঁস শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। গরমের দিনে তালের শাঁসে থাকা জলীয় অংশ জল শূন্যতা দূর করে।
advertisement
4/5
গরমে তাপমাত্রার কারণে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এমনকি অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়। শরীরে জলের ঘাটতি পূরণ করতে দারুণ সাহায্য করে তালশাঁস। সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
অনিয়মিত জীবনযাপনের কারণে অনেকেই ভুগছেন লিভারের সমস্যায়। এই সমস্যায় তালের শাঁস লিভারের সুরক্ষায় মহা ওষুধ হিসেবে কাজ করে। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruit Inside Fruit: ফলের মধ্যেই ফল! একেবারে যেন ম্যাজিক, গরমের শরীরে জলের ঘাটতি মেটায়, অ্যানিমিয়া থেকে বাঁচায়!