Purulia Trip: বিদেশ যেতে হবে না, পুরুলিয়ার 'এই' জায়গা ছবির চেয়েও সুন্দর! অনেকেই জানেন না ঠিকানা, একদিনের ছুটিতে ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Purulia Trip: বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার এই জলাধার! চারিদিক জুড়ে অনন্য সুন্দর অনুভূতি। জল-জঙ্গলের যুগলবন্দীর অফবিট এই লোকেশন শুধুমাত্র বর্ষার সময়ই আকর্ষণীয় হয়ে উঠে পর্যটকদের কাছে।
advertisement
1/7

*বর্ষায় অপরূপ সাজে সেজে উঠেছে পুরুলিয়ার এই জলাধার! চারিদিকে অনন্য সুন্দর অনুভূতি। জল-জঙ্গলের যুগলবন্দীর অফবিট এই লোকেশন শুধুমাত্র বর্ষার সময়ই আকর্ষণীয় হয়ে উঠে পর্যটকদের কাছে। এখানকার প্রাকৃতিক পরিবেশের মনমাতানো সাজের টানে প্রতিবছরই ভিড় জমান পর্যটকরা। পুরুলিয়ার কাশীপুরের অফবিট এই লোকেশন হল কাপিষ্ঠা জলাধার।"
advertisement
2/7
*অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড়, গড় পঞ্চকোটের পাশাপাশি বর্ষার সময় বেড়াতে আসা পর্যটকদের কাছে এই লোকেশন বাড়তি পাওনা হয়ে ওঠে। পুরুলিয়া শহর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরেই রয়েছে এই অফবিট লোকেশন কাপিষ্ঠা জলাধার।
advertisement
3/7
*জলাধারে বেড়াতে আসা পর্যটক বিশ্বরূপ চ্যাটার্জী বলেন, প্রতিবছরই বর্ষার সময়তে আকর্ষণীয় হয়ে ওঠে এই জলাধার। একদিনের ছুটিতে পরিবারকে নিয়ে সময় কাটাতে আদর্শ এই জায়গা। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মত একটা বিষয়। প্রায় ৫ কিলোমিটার দুরেই রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা।
advertisement
4/7
*স্থানীয় বাসিন্দারা তো বটেই পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনদের বর্ষার সময় পছন্দের সেরা ডেস্টিনেশন হয়ে উঠেছে দ্বারকেশ্বর নদের তীরে এই কাপিষ্ঠা জলাধার।
advertisement
5/7
*কাপিষ্ঠা জলাধার কীভাবে আসবেন ভাবছেন? পুরুলিয়া শহর থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরেই রয়েছে এই অফবিট লোকেশন। অন্যদিকে আদ্রা রেল স্টেশন থেকে কাশীপুর আসার পর মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বেই খুব সহজে পৌঁছে যাবেন এই লোকেশনে।
advertisement
6/7
*জলাধারে এসে কোথায় থাকবেন ভাবছেন ? সামনেই রয়েছে রবীন্দ্র উদ্যান যেখানে আপনি এক হাজার থেকে দেড় হাজারের মধ্যে এসি এবং নন এসি রুম পেয়ে যাবেন। এছাড়াও সামনে রয়েছে পাহাড়পুর ইকো-ট্যুরিজম রিসর্ট সেখানেও থাকা খাওয়ার সুব্যবস্থা।
advertisement
7/7
*এটি একটি শান্ত জায়গা যেখানে সবুজ জঙ্গল একটি শান্ত জলাধারকে ঘিরে রেখেছে। সৌন্দর্য ও শান্ততা মনোমুগ্ধকর। কাপিষ্ঠা জলাধার একটি জনপ্রিয় একদিনের ছুটি কাটানোর গন্তব্য, বিশেষ করে যারা প্রকৃতির মাঝে শান্তি খুঁজছেন তাদের জন্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purulia Trip: বিদেশ যেতে হবে না, পুরুলিয়ার 'এই' জায়গা ছবির চেয়েও সুন্দর! অনেকেই জানেন না ঠিকানা, একদিনের ছুটিতে ঘুরে আসুন