Anti Aging Foods: বয়স ৪০ হলেও দেখলে মনে হবে ২০! খাদ্যতালিকায় এই খাবার রাখলেই ম্যাজিক, থাকবেন ফিটও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anti Aging Foods: এমন কিছু খাবার রয়েছে, যা খাদ্যতালিকায় যোগ করলে বয়স বাড়লেও আপনাকে দেখতে মনে হবে ২০৷ হেলথলাইন ডটকম জানাচ্ছে শুধু ত্বকই নয়, এই খাবারগুলি খেলে পাশাপাশি ফিটনেসও বজায় থাকবে৷
advertisement
1/6

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মহিলাদেরই ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে। আর রূপের জৌলুস কমে গেলে তা যেন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়৷ তবে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের শরীর এবং চেহারায় বেশ কিছু পরিবর্তনও দেখা যায়।
advertisement
2/6
বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও শুরু হয় ৷ এমন কিছু খাবার রয়েছে, যা খাদ্যতালিকায় যোগ করলে বয়স বাড়লেও আপনাকে দেখতে মনে হবে ২০৷ হেলথলাইন ডটকম জানাচ্ছে শুধু ত্বকই নয়, এই খাবারগুলি খেলে পাশাপাশি ফিটনেসও বজায় থাকবে৷
advertisement
3/6
মুখের উজ্জ্বলতা ধরে রাখতে এবং শরীরে এনার্জি বজায় রাখতে গ্রিন টি প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা শরীরে শক্তির মাত্রা এবং বিপাক বৃদ্ধিতে সাহায্য করে। এর পাশাপাশি গ্রিন টি খেলে অ্যান্টি-এজিং-এর সমস্যা তো দূর হবেই এবং হার্টও ভাল থাকবে।
advertisement
4/6
অনেকেই ডার্ক চকলেট খেতে পছন্দ করেন না বা এড়িয়ে চলেন। ডার্ক চকলেট ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভানল রয়েছে, যা শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর পাশাপাশি এটি হার্টের সমস্যা এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।
advertisement
5/6
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন বেদানা৷ বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট৷ এতে ত্বক যেমন ভাল থাকে, তেমনই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে ভাল রাখতেও সাহায্য করে।
advertisement
6/6
অলিভ অয়েলের মধ্যে ভাল পরিমাণে অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান রয়েছে। যা ত্বককে অ্যান্টি এজিং সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। শুধুমাত্র ত্বকের জন্যই সেরা নয়, এটি টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যাগুলিকেও দূরে রাখতেও সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Anti Aging Foods: বয়স ৪০ হলেও দেখলে মনে হবে ২০! খাদ্যতালিকায় এই খাবার রাখলেই ম্যাজিক, থাকবেন ফিটও