TRENDING:

Pesticides In Foods: লোভ লাগলেও খাবেন না এই সবজি ও ফল,থাকে গাদাগাদা কীটনাশক,ঝাঁঝরা করে স্নায়ুতন্ত্র,৩ গুণ বাড়ায় ক্যানসারের ঝুঁকি

Last Updated:
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
advertisement
1/11
এই ফল ও সবজিতে থাকে চড়া মাত্রায় কীটনাশক,ঝাঁঝরা করে স্নায়ুতন্ত্র,ক্যানসারের ঝুঁকি বাড়ে ৩গুণ
শরীর সুস্থ রাখতে ফল-সব্জির কোন-ও বিকল্প নেই। কিন্তু জানবেন, কিছু ফল ও সব্জিতে প্রচুর পরিমাণে কীটনাশকও থাকে। পোকামাকড়ের আক্রমণ থেকে ফল বা শাক-সব্জিকে রক্ষা করতে কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক কিন্তু কার্যত 'বিষ'! খাবারের মাধ্যমে তা শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে নানা জটিল রোগের রোগের জন্ম দেয়।
advertisement
2/11
Centers for Disease Control and Prevention -এর মতে, কীটনাশকের প্রভাবে মিসক্যারেজ হতে পারে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। জন্মের সময় সদ্যোজাতর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। শিশুদের মধ্যে গঠনগত নানা ত্রুটি হতে পারে। কাজেই, সবজি ও ফল কেনার আগে সাবধান। জেনে নিন, কোন কোন ফল ও সবজিতে কীটনাশক থেকে যায়
advertisement
3/11
U.S. Department of Agriculture and the Food and Drug Administration-এর তরফে চালানো একটি সমীক্ষা চালানো হয়। ৪৬ রকম বিভিন্ন ফল ও সবজির ৪৬০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। দেখা যায়, এমন ১২ টি ফল ও সবজি রয়েছে, যাদের মধ্যে কীটনাশকের পরিমাণ সবচাইতে বেশি।
advertisement
4/11
গবেষণায় দেখা গিয়েছে, স্ট্রবেরির মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক থাকে। Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় দেখা গিয়েছে, স্ট্রবেরি স্যাম্পেলের ৩০ শতাংশের মধ্যে ১০ টি বা তার বেশি সংখ্যায় কীটনাশক রয়েছে।
advertisement
5/11
দ্বিতীয় স্থানে রয়েছে পালং। ৭৬ শতাংশ পালং শাকের নমুনায় কীটনাশক মিলেছে। পাশাপাশি পালং শাকে রয়েছে পারমেথ্রিন নামক নিউরোটক্সিক কীটনাশক যা মানুষের জন্য বিষাক্ত।
advertisement
6/11
পিচ ও ন্যশপাতির মতো ফল রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে। Environmental Working Group (EWG)-এর তথ্য বলছে, ৯৯ শতাংশ পিচের নমুনায় কীটনাশক মিলেছে। ৬৩ শতাংশ পিয়ারের নমুনায় কীটনাশক রয়েছে।
advertisement
7/11
ষষ্ঠ স্থানে রয়েছে আপেল এবং আঙুর। Environmental Working Group (EWG) বলছে, আপেলের নমুনার ৯০ শতাংশের মধ্যেই কীটনাশক রয়েছে। পাশাপাশি, ৮০ শতাংশ আপেলের মধ্যে ডাইফিনাইলঅ্যামিন নামক একটি কীটনাশক মিলেছে যা ভারতে নিষিদ্ধ। Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় ৯৬ শতাংশ আঙুরের নমুনায় কীটনাশক মিলেছে।
advertisement
8/11
গবেষণায় দেখা গিয়েছে, চেরি, জাম, অ্যাভোকাডো, আনারস, তরমুজ-এর মত ফলেও থাকে বিষাক্ত কীটনাশক।
advertisement
9/11
অন্যদিকে, সবজির মধ্যে বেল পেপার, সুইট কর্ন, পেঁয়াজ, পেঁপে, মটরশুঁটি, মাশরুম, মিষ্টি আলুতেও থাকে কীটনাশক। তবে পরিমাণে অনেকটাই কম।
advertisement
10/11
বিনস-- Environmental Working Group (EWG)-এর সমীক্ষায় দেখা গিয়েছে,বিনসের নমুনার মধ্যে ৯০ শতাংশেই কীটনাশক মিলেছে।
advertisement
11/11
কীভাবে ফল ও সবজি থেকে কীটনাশক দূর করা সম্ভব? পরের দিন সকালে খাবেন বা রান্না করবেন এমন ফল এবং সবজিগুলি আগের রাত থেকে জলে ভিজিয়ে রাখুন। হাতে সয় কম থাকলে, অন্তত রান্না করা বা খাওয়ার ঘণ্টা দুয়েক আগে হালকা গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখুন। চেষ্টা করুন, ফলের খোসা ফেলে দিয়ে খেতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pesticides In Foods: লোভ লাগলেও খাবেন না এই সবজি ও ফল,থাকে গাদাগাদা কীটনাশক,ঝাঁঝরা করে স্নায়ুতন্ত্র,৩ গুণ বাড়ায় ক্যানসারের ঝুঁকি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল