Thankuni Pata Health Benefits: পেয়ে যাবেন বাড়ির কাছেই আগাছার জঙ্গলে! অবহেলার জংলা পাতার রসেই সারবে পুরনো আমাশা, পগারপার পেটের রোগ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Thankuni Pata Health Benefits:বাজারে তো কিনতে পাওয়াই যায়৷ খুঁজলে বাড়ির চারপাশেও পেতে পারেন৷ এই পাতার রসে সেরে যায় একাধিক শারীরিক জটিলতা৷ বহু সমস্যার মহৌষধ এই পাতার ওষধি গুণ৷
advertisement
1/6

ঝোপঝাড়ে অবহেলায় বেড়ে ওঠে ভেষজের আধার ওষধি৷ সেরকমই একটি পাতা হল থানকুনি পাতা৷ বাজারে তো কিনতে পাওয়াই যায়৷ খুঁজলে বাড়ির চারপাশেও পেতে পারেন৷
advertisement
2/6
এই পাতার রসে সেরে যায় একাধিক শারীরিক জটিলতা৷ বহু সমস্যার মহৌষধ এই পাতার ওষধি গুণ৷ সকালে খালি পেটে খান থানকুনি পাতার রস বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
advertisement
3/6
পেটের রোগে বিশেষ করে পুরনো আমাশয় সারাতে থানকুনি পাতার রস অব্যর্থ৷ পেটের আলসার সারাতেও খুবই কার্যকর এই পাতা৷
advertisement
4/6
থ্রম্বোসিস অর্থাৎ রক্ত জমাট বাঁধার সমস্যায় রক্ত প্রবাহ ঠিকমতো হয় না। থানকুনি পাতা খেলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
5/6
থানকুনি পাতার রসে বজায় থাকে ত্বক ও চুলের জেল্লা৷ কমায় চুল পড়ার সমস্যা৷ এর মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান। এই উপাদানগুলি চুলের গোড়া মজবুত করে। চুল ঘন করে।
advertisement
6/6
থানকুনি পাতার রসে দূর হয় স্ট্রেস হরমোন৷ ফলে ডিপ্রেশন কেটে যায়৷ রাতে অনিদ্রার সমস্যা কেটে যায়৷ ত্বকের ক্ষত দ্রুত সারিয়ে তোলে থানকুনি পাতার রস৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Thankuni Pata Health Benefits: পেয়ে যাবেন বাড়ির কাছেই আগাছার জঙ্গলে! অবহেলার জংলা পাতার রসেই সারবে পুরনো আমাশা, পগারপার পেটের রোগ