Nymphomania:অতিরিক্ত যৌন চাহিদা? পর্নোগ্রাফিতে আসক্তি? নিমফোম্যানিয়া-য় আক্রান্ত নন তো?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অতিরিক্ত যৌন চাহিদা? কোনও কোনও সময় নিজেরই তা মনে হচ্ছে অস্বাভাবিক? অথচ কিছুতেই মনকে সংযত করতে পারছেন না? যৌনতা, ঘনঘন সঙ্গম, সর্বক্ষণ যৌনতা নিয়েই চিন্তাভাবনা... এই আপনার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে? আপনি নিমফোম্যানিয়া-য় আক্রান্ত নন তো? কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
1/7

অতিরিক্ত যৌন চাহিদা? কোনও কোনও সময় নিজেরই তা মনে হচ্ছে অস্বাভাবিক? অথচ কিছুতেই মনকে সংযত করতে পারছেন না? যৌনতা, ঘনঘন সঙ্গম, সর্বক্ষণ যৌনতা নিয়েই চিন্তাভাবনা... এই আপনার রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে? আপনি নিমফোম্যানিয়া-য় আক্রান্ত নন তো? কী বলছেন বিশেষজ্ঞরা?
advertisement
2/7
অতিরিক্ত বা অস্বাভাবিক কামাসক্তি কখনওই স্বাভাবিক নয়। মনরোগ বিশেষজ্ঞদের মতে এটি একটি মানসিক ব্যধি। ডাক্তারি পরিভাষায় মহিলাদের ক্ষেত্রে এই রোগের নাম এনিমফোম্যানিয়া, পুরুষদের ক্ষেত্রে নাম স্যাটেরিয়াসিস।
advertisement
3/7
এই রোগে আক্রান্তরা নিজেদের অধ্যধিক যৌন চাহিদা পূরণের জন্য অধিকাংশ সময়েই একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন, যৌন ক্ষমতা বাড়াতে নানারকম মাদকও সেবন করেন, অস্বাভাবিক বা বিকৃত যৌন আসক্তি তৈরি হয়।
advertisement
4/7
এনিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস-এর উপসর্গ কী? চিকিৎসকরা বলছেন-- ঘন ঘন হস্তমৈথুন। পাশাপাশি, একাধিক যৌন সম্পর্ক, একাধিক যৌনসঙ্গী বা শুধুমাত্র যৌন বাসনা চরিতার্থ করতে সামায়িক ভাবে কোনও সম্পর্কে জড়িয়ে পড়া, লাগামহীন যৌনতায় মেতে থাকা।
advertisement
5/7
এনিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস-এ আক্রান্তদের পর্নোগ্রাফির প্রতি অস্বাভাবিক আসক্তি দেখা গিয়েছে! পাশাপাশি, অসুরক্ষিত এবং উদ্দাম যৌনজীবনের প্রতিও তাঁদের অস্বাভাবিক আকর্ষণ থাকে।
advertisement
6/7
সাইবার সেক্স, ফোন সেক্স বা ভিডিও কনফারেন্সে যৌনতায় লিপ্ত হওয়া, অন্যকে অনাবৃত অবস্থায় দেখার বা যৌনতায় লিপ্ত হতে দেখার ইচ্ছা থাকে এনিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস-এ আক্রান্তদের মধ্যে
advertisement
7/7
এনিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস-এর চিকিৎসা কী? চিকিৎসকরা বলছেন-- ধ্যান বা যোগের মাধ্যমে এই মানসিক ব্যধির চিকিৎসা হয়। ‘রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট প্রোগ্রাম’, ‘কগনিটিভ বিহেভিয়েরাল থেরাপি'-র মাধ্যমেও নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিসের চিকিত্সা করেন বিশেষজ্ঞ চিকিত্সকরা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nymphomania:অতিরিক্ত যৌন চাহিদা? পর্নোগ্রাফিতে আসক্তি? নিমফোম্যানিয়া-য় আক্রান্ত নন তো?