Tourist Spot Near Kolkata: কলকাতার কাছেই ২০০ একর জমিতে লাল-গোলাপি মার্বেলে বাহারি মন্দিরে নজরকাড়া কারুকাজ! গেলেই জুড়োবে মন
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Tourist Spot Near Kolkata: কলকাতার খুব কাছেই রয়েছে এক চোখ জুড়ানো মন্দির। এখান থেকে ঘুরে আসুন আপনিও। জোকার পৈলানের স্বামী নারায়ণ মন্দির এখন জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে।এটি খুব সুন্দর একটি মন্দির।
advertisement
1/6

পৈলান, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কলকাতার খুব কাছেই রয়েছে এক চোখ জুড়ানো মন্দির। এখান থেকে ঘুরে আসুন আপনিও। জোকার পৈলানের স্বামী নারায়ণ মন্দির এখন জনপ্রিয় হয়ে উঠেছে সকলের কাছে।এটি খুব সুন্দর একটি মন্দির। ছবি ও তথ্য : নবাব মল্লিক
advertisement
2/6
প্রায় ২০০ একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপী বেলেপাথর আর লালপাথর ব্যবহার করে অসাধারণ স্থাপত্যকীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে।
advertisement
3/6
কারুকার্য করা পাথরের মন্দির, শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যায় আলো আঁধারি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন এই মন্দির থেকে।
advertisement
4/6
মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধা-কৃষ্ণ, সীতা-রাম, হনুমানজী, শিব-পার্বতী এবং গণেশজী পূজিত হন।
advertisement
5/6
সারা বছর এই মন্দির খোলা থাকবে। প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ১২ টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আবার বিকাল ৪ থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে।
advertisement
6/6
২০১৪ সালে পুজার্চনার মধ্য দিয়ে সকলের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির। ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ডহারবারে যাওয়ার যে কোনোও বাসে চেপে এখানে পৌঁছে যাওয়া যায়। কলকাতার খুব কাছের এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন আপনিও। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tourist Spot Near Kolkata: কলকাতার কাছেই ২০০ একর জমিতে লাল-গোলাপি মার্বেলে বাহারি মন্দিরে নজরকাড়া কারুকাজ! গেলেই জুড়োবে মন