Watermelon Mojito Recipe: রেস্তরাঁয় যেতে হবে না! কম খরচে বাড়িতেই বানান তরমুজের মোহিতো, গরমে মিলবে স্বস্তি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Watermelon Mojito Recipe: মোহিতো খেতে অনেকেই ভালবাসেন। ভার্জিন মোহিতো কিংবা লেমন মোহিতো তো অনেকেই খেয়েছেন এবার খেয়ে দেখুন তরমুজের মোহিতো।
advertisement
1/6

তীব্র গরমের হাঁসফাঁস থেকে রেহাই পেতে তরমুজ অত্যন্ত উপকারী একটি ফল। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন যা আমাদের শরীরকে গরমের হাত থেকে উপসম দেয়।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
তবে সাধারণ তরমুজ কেটে খেতে অনেকেরই পছন্দ করেন না। কিংবা তরমুজ একইভাবে খেতে খেতে আর ভাল লাগে না, তাদের জন্যই রয়েছে তরমুজের একটি অসাধারণ রেসিপি।
advertisement
3/6
মোহিতো খেতে অনেকেই ভালবাসেন। ভার্জিন মোহিতো কিংবা লেমন মোহিতো তো অনেকেই খেয়েছেন এবার খেয়ে দেখুন তরমুজের মোহিতো।
advertisement
4/6
তরমুজের মোহিতো বানাতে উপকরণ লাগবে পরিমাণ মত লেবুর ছোটো টুকরো,৭-৮টি পুদিনা পাতা, ১০-১২টি তরমুজের টুকরো,২ চা চামচ গুঁড়ো চিনি, পরিমাণ মত আইস কিউব, পরিমাণ মতো ঠান্ডা সোডা ওয়াটার।
advertisement
5/6
প্রথমে গ্লাসে লেবুর টুকরো, পুদিনা পাতা, তরমুজের টুকরো, গুঁড়ো চিনি দিয়ে দিন। কাঠের হাতল দিয়ে থেঁতো করে তরমুজের রস বের করে নিন। সোডা ওয়াটার ও বরফ মিশিয়ে পরিবেশন করুন।
advertisement
6/6
তা হলে আর দেরি কিসের! তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন তরমুজের এই সহজ রেসিপি। যা শরীর ও মন দুই ভাল রাখবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Watermelon Mojito Recipe: রেস্তরাঁয় যেতে হবে না! কম খরচে বাড়িতেই বানান তরমুজের মোহিতো, গরমে মিলবে স্বস্তি