Summer Water Cooling Tips: ফ্রিজে না রাখলেও তীব্র গরমে বরফের মতো ঠান্ডা থাকবে বোতলের জল, ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Keep Water Cool Without Fridge: যা গরম পড়েছে তাতে ফ্রিজের ঠান্ডা জল না খেলে যেন প্রাণ জুড়াবে না। কিন্তু ফ্রিজ না থাকলে বা ফ্রিজ খারাপ হলে উপায়।
advertisement
1/6

দীর্ঘ প্রাচীনকাল থেকেই মানুষ পানীয় জল ঠান্ডা ও বিশুদ্ধ রাখার জন্য ফিটকিরি ব্যবহার করে আসছে।
advertisement
2/6
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, ফিটকিরিতে উপস্থিত প্রাকৃতিক গুণাবলী জল পরিশুদ্ধ রাখে। এছাড়াও এটি তাপ শোষণ করার ক্ষমতা রাখে।
advertisement
3/6
জলে একটি ফিটকিরি দেওয়ার পর কয়েক মিনিট রেখে দিতে হবে। হালকা করে জলটা নাড়িয়ে নিতে হবে। এতেই জল পরিষ্কার এবং ঠান্ডা হয়ে যাবে।
advertisement
4/6
ফিটকিরি জল থেকে ব্যাকটেরিয়া এবং দূষণ অপসারণে সাহায্য করে। যা সেই জলকে পান করার জন্য নিরাপদ তৈরি করে।
advertisement
5/6
গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। তাই ফিটকিরি দিয়ে ঠান্ডা করা জল পান করলে শরীরে শীতলতা প্রদান হয়।
advertisement
6/6
যদি বাড়িতে রেফ্রিজারেটর না থাকে। তবে এই পদ্ধতিতে এক লিটার জলে ১-২ গ্রাম ফিটকিরি মিশিয়ে জল ঠান্ডা ও পরিশ্রুত করা সম্ভব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Water Cooling Tips: ফ্রিজে না রাখলেও তীব্র গরমে বরফের মতো ঠান্ডা থাকবে বোতলের জল, ঘরোয়া উপায়ে করুন মুশকিল আসান