Summer Short Trip: গরমে ১ রাতের শর্ট ট্রিপ, বঙ্গোপসাগরে কোলে আরামে ফ্যামিলির সঙ্গে শান্তির সময় কাটান
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রবল গরমের মধ্যে এবার ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র।
advertisement
1/6

প্রবল গরমের মধ্যে এবার ভ্রমণের নতুন ঠিকানা হোক নামখানার পাতুবুনিয়া। পর্যটকদের জন্য নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। বকখালির খুব কাছেই তৈরি হয়েছে নতুন এই পর্যটন কেন্দ্র।
advertisement
2/6
এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে নামখানা স্টেশনে। সেখান থেকে যে কোনও গাড়িতে চেপে পৌঁছে যাবেন এই পাতিবুনিয়াতে। এখানে রয়েছে হোম স্টে, মাড হাউস, রয়েছে টেন্ট।
advertisement
3/6
ভাড়া থাকছে ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। বঙ্গোপসাগরে কোলে থাকা নির্জন এই দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি ঘুরে আসতেই পারেন এই দ্বীপ থেকে।
advertisement
4/6
বকখালিতে যাওয়ার পথে পড়ে এই দ্বীপ।দ্বীপটিতে রয়েছে ছোট ম্যানগ্রোভের জঙ্গল।সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপ উপযুক্ত। নির্জন এই দ্বীপে আপনি সমুদ্র স্নান করতেই পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই এখানে।
advertisement
5/6
চোরাবালির সতর্কীকরণও নেই। এখান থেকে প্রয়োজন অনুযায়ী বোট নিয়ে আপনি যেতে পারেন মৌসুনী অথবা জম্বুদ্বীপে। বিকালের পর থেকে সারারাত সমুদ্রের পাড়ে হাওয়া খেতে দারুন লাগবে।
advertisement
6/6
এই গরমের মধ্যে একটুখানি শীতল হতে এই জায়গায় যাওয়া যেতেই পারে। সারাদিন কাজের পর সন্ধ্যা থেকে রাত কাটানোর জন্য আদর্শ জায়গা হল এই পাতিবুনিয়া।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Short Trip: গরমে ১ রাতের শর্ট ট্রিপ, বঙ্গোপসাগরে কোলে আরামে ফ্যামিলির সঙ্গে শান্তির সময় কাটান