TRENDING:

Summer Home Decor: সাদা-মাটা ঘরকে কম খরচে সাজিয়ে তুলুন! সামান্য বদল করলেই রাজকীয় হবে ঘর

Last Updated:
Summer Home Decor: খুব কম খরচেই এবার আপনিও নিজের ঘরকে করে তুলতে পারেন রাজকীয়! তার জন্য করতে হবে সামান্য কিছু বদল! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/6
সাদা-মাটা ঘরকে কম খরচে সাজিয়ে তুলুন! সামান্য বদল করলেই রাজকীয় হবে ঘর
প্রশান্তির জায়গা সুন্দর হলে আর কী চাই। কাজের চরম ব্যস্ততা, বাইরে সময় কাটানো সবকিছুর পর দিন শেষে নিজের আরামের জায়গা সুন্দর ও পরিপাটি হলে কার না ভালো লাগে।
advertisement
2/6
ঘরের অন্দরমহল যা থাকার পাশাপাশি প্রশান্তিরও স্থান। সেজন্য ঘরের অন্দরমহল সুন্দর এবং আপনার ভাল লাগার মতো পরিবেশ গড়ে তুলতে পারলে তবে আপনার সুখ-শান্তি বিরাজ করবে সহজেই। এজন্য বেশ কিছু টিপস মেনে চলতে পারেন।
advertisement
3/6
ঘর সুন্দর রাখার জন্য ঘরের দেওয়ালের রঙ নির্বাচনের সময় বিশেষ সতর্ক হওয়া উচিত। উজ্জ্বল ও আসবাবের সঙ্গে বিবেচনা করে এমন রঙ বেছে নেওয়া ভাল যা দেখলে মনে প্রশান্তি জাগে। ঘরের দেয়ালে বড় একটা আয়না রাখা যেতে পারে। ঘরে আয়না থাকলে হঠাৎ করে দেখে মনে হবে, ঘরটি অনেক বড়।
advertisement
4/6
ইন্টেরিওর ডেকোরেশন শিল্পী আবু সাইদ জানান, ঘর সাজাতে গাছের বিকল্প নেই। খরচও কম আবার চোখের শান্তি মেলে সবুজে। মাটির পাত্রে ছোট-বড় বিভিন্ন আকৃতির ইনডোর প্লান্ট রাখতে পারেন। গাছের ফাঁকে ফাঁকে মাটির শোপিস দিন।
advertisement
5/6
বেডরুমের বেড শিটটা পর্দার রঙের সাথে মিলিয়ে কিনুন। প্রয়োজনে একটি বা দুইটি পেইন্টিং কিংবা অ্যালবাম টানান। উপরের দিকে ঝুলিয়ে রাখতে পারেন ছোট একটা বুক সেলফ। এছাড়া স্ট্যান্ড লাইট আর ফুলদানি বেড রুমকে করবে আকর্ষণীয়।
advertisement
6/6
ঘরকে সুন্দর করে তুলতে আরও একটি উৎস হল স্পটলাইট। ঘরটা নিজের কাছেই সুদূর আর মোহনীয় লাগবে। কম খরচে ঘর সাজাতে দেশীয় উপকরণের জুড়ি নেই। পাশাপাশি ঘর সাজানোর খুব ভাল থিম হতে পারে বাঁশের সোফা। দামে সাশ্রয়ী এবং পাওয়া যায় সহজে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Home Decor: সাদা-মাটা ঘরকে কম খরচে সাজিয়ে তুলুন! সামান্য বদল করলেই রাজকীয় হবে ঘর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল