Health Tips Gall Bladder Stone: খাওয়ার পরেই পেটে ব্যথা! ডেকে আনতে পারে বড় সমস্যা, আজই সাবধান না হলে পেটে বাসা বাঁধতে পারে বিরাট বড় স্টোন
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
অনিয়মিত খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার নিয়মিত খেলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। পাথর পিত্তরস নিঃসরণে বাধা সৃষ্টি করলে ব্যথা হয়।
advertisement
1/7

খাওয়ার পরেই পেটে ব্যথা হয়? হজমের সমস্যা, পেট ফাঁপা ইত্যাদি বলেই অবহেলা করে চলেছেন দিনের পর দিন। এর নেপথ্যে থাকতে পারে জটিল রোগও। যদি দেখা যায় এ ব্যথা দীর্ঘ দিন ধরে কষ্ট দিচ্ছে, সঙ্গে বমি ভাবও রয়েছে, তা হলে চিকিৎসকের সঙ্গে দ্রুত কথা বলা দরকার। কিন্তু কোন রোগের ইঙ্গিত বহন করছে এই উপসর্গ?
advertisement
2/7
চিকিৎসক ডাঃ আলাহিম শেখ জানাচ্ছেন, খাবার খাওয়ার পরে যদি প্রায়শই পেটে ব্যথা করে, তা হলে গলব্লাডারে বা পিত্তথলিতে পাথর জমার মতো সমস্যা থেকেও হতে পারে।
advertisement
3/7
লিভারের নীচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভারে উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই গলব্লাডারে এসে জমা হয়।
advertisement
4/7
পিত্তে অতিরিক্ত কোলেস্টেরল বা বিলিরুবিন জমা হওয়া বা পিত্তথলি ঠিক মতো খালি না হওয়ার কারণে সমস্যা শুরু হয়। পিত্তের উপাদানগুলি কঠিন আকার ধারণ করলে পাথরের সৃষ্টি হয়।
advertisement
5/7
অনিয়মিত খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে, অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার নিয়মিত খেলে পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। পাথর পিত্তরস নিঃসরণে বাধা সৃষ্টি করলে ব্যথা হয়।
advertisement
6/7
শুরু থেকেই যে সব লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে তা নয়। অনেক সময় ছোটখাটো বিষয় না বুঝে এড়িয়ে যান লোকে। এগুলি কিন্তু পাথর হওয়ার লক্ষণ হতে পারে।
advertisement
7/7
চিকিৎসকের কথায়, ‘‘গলব্লাডারে পাথর হওয়া বিরল রোগ নয়। কিন্তু অনেক সময়ে উপসর্গগুলিকে পাত্তা না দিয়ে জটিলতা বাড়িয়ে তোলেন কেউ কেউ। তাই পেটে ব্যথা নিয়ে সতর্ক হওয়া জরুরি।’’
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips Gall Bladder Stone: খাওয়ার পরেই পেটে ব্যথা! ডেকে আনতে পারে বড় সমস্যা, আজই সাবধান না হলে পেটে বাসা বাঁধতে পারে বিরাট বড় স্টোন