Stainless steel Utensils: জলের সঙ্গে মিশিয়ে নিন এই জিনিসটি, স্টিলের বাসন একদম ঝকঝক করবে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
খাবার টেবিলে ঝকঝকে বাসনে ডিনার কার না পছন্দ? কিন্তু বাসন পরিষ্কার করতে পড়তে হয় নানা সমস্যা। পাশাপাশি বাসন মাজাও খুব কষ্টকর। সহজের সহজে কীভাবে বাসন হবে চকচকে জেনে নিন।
advertisement
1/5

খাবার টেবিলে ঝকঝকে বাসনে ডিনার কার না পছন্দ? কিন্তু বাসন পরিষ্কার করতে পড়তে হয় নানা সমস্যা। পাশাপাশি বাসন মাজাও খুব কষ্টকর। সহজের সহজে কীভাবে বাসন হবে চকচকে জেনে নিন।
advertisement
2/5
বাসন বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি তার মধ্যে গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্টেইনলেস স্টিলের বাসন। তা কী ভাবে পরিস্কার ও চকচকে থাকবে তার জন্য রইল কিছু টিপস।
advertisement
3/5
বাসন পরিষ্কার স্টেইনলেস স্টিল প্রায় প্রতিটি রান্নাঘরে সর্বাধিক ব্যবহৃত উপাদান। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই কার্যকরী।
advertisement
4/5
নিয়মিত ডিশ ওয়াশিং বার ব্যবহার করার পাশাপাশি, স্টেইনলেস স্টিলের পাত্র পরিষ্কার করার ভাল উপায় হল বেকিং সোডা এবং জলের মিশ্রণ ব্যবহার করা।
advertisement
5/5
বেকিং সোডা এবং জলের মিশ্রণ পাত্রে ছিটিয়ে দিন। তারপর স্ক্রাব বা টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এতেই বাসন কিছুক্ষণের মধ্যে ঝকঝকে হয়ে উঠবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Stainless steel Utensils: জলের সঙ্গে মিশিয়ে নিন এই জিনিসটি, স্টিলের বাসন একদম ঝকঝক করবে