Cancer Treatment: ক্যানস্যার চিকিৎসায় আরও উন্নতি! ভারতে প্রথম তৈরি হল MR Linac মেশিন, মিলবে তাড়াতাড়ি মুক্তি
- Reported by:Susmita Mondal
- Published by:Pooja Basu
Last Updated:
ক্যানসার এর চিকিৎসার অগ্রগতির জন্য ভারতে প্রথম তৈরি হলো এমআর লিনাক মেশিন। যা সফলভাবে জটিল ও চ্যালেঞ্জিং ক্যানসারের চিকিৎসা করে চলেছে।
advertisement
1/7

ক্যানসার হ্যাস নো আনসার, এই কথা এখন অতীত! আধুনিক প্রযুক্তি প্রমাণ করছে ক্যানসার সারানো সম্ভব, তাও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। ক্যানসার মানেই দীর্ঘ রেডিয়েশন থেরাপি, অস্ত্রোপচার বা কেমোথেরাপির চাপ। রেডিয়েশনে সুস্থ কোষও নষ্ট হয়ে যেতে পারে।
advertisement
2/7
কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আর আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার আগমন, পাল্টে দিয়েছে সেই ধারণা। এই নিয়েই বর্ষণমুখর দিনে কলকাতা প্রেস ক্লাবে আলোচনা করলেন হায়দরাবাদের বিখ্যাত চিকিৎসক (অনকোলজিস্ট) ডাঃ প্রদীপ কুমার কারুমাঞ্চি।
advertisement
3/7
তিনি বর্তমানে যুক্ত রয়েছেন হায়দরাবাদের যশোদা হাসপাতালের সঙ্গে। এই হাসপাতালই ক্যানসার চিকিৎসায় এনেছে আমূল পরিবর্তন। তিন বছর আগে তাঁদের হায়দরাবাদের বিভিন্ন শাখায় শুরু হয়েছে বিশ্বের সেরা ও ভারতের প্রথম এমআর লিনাক। এর মাধ্যমে ক্যানসার চিকিৎসায় এসেছে বিপ্লব। ইতিমধ্যেই শত শত জটিল ক্যানসার রোগী সুস্থ হয়েছেন চিকিৎসায় এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
advertisement
4/7
এমআর লিনাক বললে কারও পক্ষে কিছু বোঝা সম্ভব নয়। এটা প্রচলিত কোনও টার্ম বা কোনও চিকিৎসা পদ্ধতি নয় এদেশে। ভারতের বাইরে বিশেষ করে যেসব দেশ চিকিৎসায় উন্নত, সেখানে এই শব্দবন্ধ সম্পর্কে অনেকেই অবহিত। এটি একটি রেডিয়েশনের যন্ত্র।
advertisement
5/7
ব়্যাপিড স্ক্যান করে রেডিয়েশন করতে পারে দ্রুত। তাতে ক্যানসার কোষ নষ্ট হতে পারে অন্যান্য চিকিৎসা পদ্ধতির চেয়ে কয়েকগুন বেশি মানে। এমআর লিনাক এমন সব টিউমারের চিকিৎসা করতে পারে যা একসময় অসম্ভব বলে মনে হত। অগ্ন্যাশয়, লিভার, ইসোফেগাস, ফুসফুসের মতো কঠিন ক্যানসার সারাতেও কার্যকর এই প্রযুক্তি।
advertisement
6/7
ক্যানসারের চিকিৎসার অগ্রগতির জন্য ভারতে প্রথম তৈরি হল এমআর লিনাক মেশিন। যা সফলভাবে জটিল ও চ্যালেঞ্জিং ক্যানসারের চিকিৎসা করেছে । কোনও পার্শপ্রতিক্রিয়া ছাড়া এটি সকল বয়সের রোগীর ক্ষেত্রে চিকিৎসা প্রদান করে থাকে বলেই মত চিকিৎসকদের।
advertisement
7/7
মস্তিষ্ক , অগ্ন্যাশয় , ফুসফুস , লিভার সহ জটিল অঙ্গের ক্যানসার যেগুলোর চিকিৎসা পূর্বে অসম্ভব ছিল তার চিকিৎসা করতে সকল এই এমআর লিনাক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cancer Treatment: ক্যানস্যার চিকিৎসায় আরও উন্নতি! ভারতে প্রথম তৈরি হল MR Linac মেশিন, মিলবে তাড়াতাড়ি মুক্তি