Day Out: টিকিট মাত্র ১০ টাকা, কলকাতার কাছেই সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সেরা ঠিকানা, ঢুঁ মারুন উইকেন্ডে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
টিকিট মাত্র ১০ টাকা। এই ১০ টাকার টিকিটেই সারা দিন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য কলকাতার কাছেই সেরা ঠিকানা হল পুজালি। এখানে রয়েছে নেতাজি পার্ক। মনোরম এই জায়গা মুগ্ধ করবে আপনাকে
advertisement
1/6

টিকিট মাত্র ১০ টাকা। এই ১০ টাকার টিকিটেই সারা দিন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য কলকাতার কাছেই সেরা ঠিকানা হল পুজালি। এখানে রয়েছে নেতাজি পার্ক। মনোরম এই জায়গা মুগ্ধ করবে আপনাকে।
advertisement
2/6
চাইলে আপনি এখানে থাকার রুম ভাড়াতেও নিতে পারেন। খুব কম খরচ এখানে। এখানে ডবল বেড রুম উইথ অ্যাটাচ বাথরুম সঙ্গে এসি মাত্র ১০০০ টাকায় পেয়ে যাবেন। অন্যান্য পরিষেবা নিলে খরচ বাড়বে।
advertisement
3/6
কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। খুব সহজেই এখানে আসতে পারবেন আপনি।একদিনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর মত উপযুক্ত জায়গা হল এই পার্ক।
advertisement
4/6
কলকাতার উপকণ্ঠে গঙ্গা পাড়ের এই জায়গা ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।পার্কে পাওয়া যাবে সমস্ত আধুনিক পরিষেবা। চাইলে আপনি এখানকার রুম বুক করতেও পারেন।
advertisement
5/6
এখানে রয়েছে দোলনা, গ্যালারি, নদীর তীরে কাপল ফ্রেন্ডলি বসার জায়গা। সঙ্গে পাবেন মুক্ত পরিবেশ। পর্যটকদের কাছে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই পার্ক। শীতকালে পড়তেই এই পার্কে ভিড় বাড়ছে।
advertisement
6/6
সেই কারণে আর দেরি না করে ঘুরে আসুন পুজালির এই পার্ক থেকে। অল্প সময়ের মধ্যে ঘোরা, খাওয়াদাওয়া, আনন্দ সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতে পারবেন এখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Out: টিকিট মাত্র ১০ টাকা, কলকাতার কাছেই সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সেরা ঠিকানা, ঢুঁ মারুন উইকেন্ডে