Soaked Resin Benefits: ধমনী ভরে উঠব টকটকে রাঙা লাল রক্তে, প্রচুর পটাশিয়াম ভাল রাখবে হার্টের স্বাস্থ্য, এইভাবে খান কিশমিশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
Soaked Resin Benefits: সকালে খালি পেটে খান কিশমিশ ভেজানো জল! ফল পাবেন হাতেনাতে
advertisement
1/6

সপ্তাহে দুই থেকে তিন দিন যদি কিশমিশ ভেজানো জল খাওয়া যেতে পারে তাহলে হজম ক্ষমতা বাড়বে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে।
advertisement
2/6
কিশমিশে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্য ভাল রাখে। কোলেস্টেরল দূরে রাখতেও সাহায্য করে কিশমিশ।
advertisement
3/6
গরমকালে কিশমিশ ভেজানো জল খাওয়া ভীষণ ভাল। কারণ গরমে শরীরের জলের মাত্রা কমে যায় যা বাড়িয়ে তোলে এই কিশমিশ ভিজানো জল। মিটে যাবে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা।
advertisement
4/6
কিশমিশ ভেজানো জল খেলে শরীরে রক্ত তৈরি হয়, ফলে শরীরে যদি রক্তাল্পতার সমস্যা থাকে তাহলে খুব সহজেই তা মিটে যাবে। সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য কিশমিশ খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, ফলে অনেকক্ষণ খিদে পায় না। ফলস্বরূপ ওজন থাকে নিয়ন্ত্রণে। সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
দাঁত এবং চুলের সমস্যা দূর হয় সহজেই। এমনকি কিশমিশ ভেজানো জল খেলে চুলের জেল্লা বাড়ে এবং দাঁত থাকে মজবুত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Soaked Resin Benefits: ধমনী ভরে উঠব টকটকে রাঙা লাল রক্তে, প্রচুর পটাশিয়াম ভাল রাখবে হার্টের স্বাস্থ্য, এইভাবে খান কিশমিশ