TRENDING:

Snake Attracting Plant: ঘরে ঢুকবে বিষাক্ত সাপ! আজই সরান 'এই' ৮ গাছ... বর্ষায় বাঁচুন ছোবল থেকে, এক নজরে তালিকা

Last Updated:
Snake Attracting Plant: সাপ কি বিশেষ কোনও উদ্ভিদ পছন্দ করে? একটি নয়, একাধিক! নির্দিষ্ট গাছের গন্ধ, আকার, আকৃতি দেখে আকৃষ্ট হয় সাপ। আর সেই সব গাছ বাড়ির আশপাশে রাখবেন না।
advertisement
1/9
ঘরে ঢুকবে বিষাক্ত সাপ! আজই সরান 'এই' ৮ গাছ... বর্ষায় বাঁচুন ছোবল থেকে, এক নজরে
সাপ কি বিশেষ কোনও উদ্ভিদ পছন্দ করে? একটি নয়, একাধিক! নির্দিষ্ট গাছের গন্ধ, আকার, আকৃতি দেখে আকৃষ্ট হয় সাপ। আর সেই সব গাছ বাড়ির আশপাশে রাখবেন না। নয়তো বাড়িতে হানা দিতে পারে সরীসৃপ। দেখুন তালিকা।
advertisement
2/9
লম্বা ঘাস- লম্বা আকৃতির ঘাসের ঘনত্ব এত বেশি যে তারই ঝোপঝাড়ে আশ্রয় নিতে পারে সাপ। শিকারের আদর্শ জায়গা হিসেবে তারা বেছে নেয় লম্বা ঘাস। ইঁদুর, পোকামাকড় শিকার করে সেখানেই।
advertisement
3/9
বেরির ঝোপ- বেরির গুল্মগুলি সাপকে আকৃষ্ট করে। ছোট পোকামাকড়, ছোট পাখিরা ফলের আশায় ঘুরে বেড়ায় গাছের ধারে। আর সাপ আকৃষ্ট হয় সেই ঝোপে। ফলে নানা ধরনের খাবারের বিকল্প পায়।
advertisement
4/9
চন্দন গাছ- সাপ রোদে ও গরমে আশ্রয় খোঁজে। ছায়ায় মাথা গোঁজার জায়গা দরকার পড়ে তাদের। চন্দন গাছ সব সাপের জন্য আদর্শ আশ্রয় হয়ে উঠতে পারে। এই গাছ আর্দ্রতা শোষণ করতে পারে বলেই ছায়ায় আরাম পায় সাপেরা।
advertisement
5/9
সাইপ্রেস গাছ- সাইপ্রেসের ঘন পাতাগুলি সাপেদের আশ্রয়ের জন্য সেরা। বাড়িতে এই গাছ রাখলে সাপের উপদ্রব বাড়তে পারে।
advertisement
6/9
ক্লোভার গাছ- ক্লোভার উদ্ভিদ সাপকে আকর্ষণ করে। এই গাছের পাতাগুলির ঘনত্বে নিরাপদে লুকিয়ে থেকে শিকার করতে পারে সাপ।
advertisement
7/9
সাইট্রাস গাছ- সাইট্রাস গাছের পাকা ফলগুলি নীচে পড়ে থাকে। আর সেগুলিই খেতে আসে পোকামাকড়, পাখি, ইঁদুর। সুতরাং এই গাছে আশ্রয় নিলে খুব সহজেই খাদ্যের জোগান পেতে পারে এই গাছের তলায়।
advertisement
8/9
সিডার গাছ- সিডার গাছের লম্বা উঁচু গাছের কাণ্ডে জড়িয়ে থাকতে ভালবাসে সাপেরা। আর সে কারণেই এই গাছের আশপাশে খুব বেশি না থাকাই ভাল।
advertisement
9/9
জ্যাসমিন ভাইনস- জ্যাসমিন ভাইনসের তলার লতাগুলিতে ঠান্ডায় লুকিয়ে থাকে সাপেরা। তাই এই গাছ আশপাশে রাখা উচিত নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake Attracting Plant: ঘরে ঢুকবে বিষাক্ত সাপ! আজই সরান 'এই' ৮ গাছ... বর্ষায় বাঁচুন ছোবল থেকে, এক নজরে তালিকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল