১০০% সাপশূন্য...! বিশ্বের কোন দেশে একটা 'সাপ' নেই বলুন তো? শুনলেই চমকাবেন 'নামে'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Snake Free Country: সাপের কামড়ের কথা শুনলেই হাড়হিম হাল হয় অনেকেরই। কিন্তু যাঁরা সাপের কামড়ের ভয়ে শিউরে ওঠেন তাঁরা জেনে খুশি হবেন যে পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে একটিও সাপ নেই।
advertisement
1/9

বর্ষাকাল মানেই সাপের মরশুম। ভারতের কিছু কিছু রাজ্যে সাপের উপদ্রব এতটাই বেশি যে এই মরশুমে রীতিমতো ভয়ে কাঁটা হয়ে থাকেন মানুষ। সাপের ভয় পশ্চিমবঙ্গেও কিছু কম নয়।
advertisement
2/9
এই বর্ষায় সাপের কামড়ে মৃত্যুর ভয় ক্রমশ বাড়ছে গ্রাম বাংলায়। এমনকি শহরেও সাপের উপদ্রব ভয়াবহ হয়ে থাকে এই মরশুমে। তবে আমাদের দেশে সাপ সংক্রান্ত সঠিক জ্ঞান ও সচেতনতার অভাবেই এই নিয়ে মানুষের ভীতি ক্রমশ বাড়ছে।
advertisement
3/9
আসলে সাপের কামড়ের কথা শুনলেই হাড়হিম হাল হয় অনেকেরই। কিন্তু যাঁরা সাপের কামড়ের ভয়ে শিউরে ওঠেন তাঁরা জেনে খুশি হবেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে একটিও সাপ নেই।
advertisement
4/9
জানেন এমন দেশও আছে যেখানে একটাও সাপ নেই? শুনে চমকে উঠছেন নিশ্চয়ই! কিন্তু সেরকমই দেশের নাম জেনে নিতে পারেন আজ এই প্রতিবেদনে। চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই দেশ এমনই বা কেন?
advertisement
5/9
শুনলে চমকে যাবেন যে আয়ারল্যান্ড এমন একটি দেশ যেখানে আপনি একটিও সাপ দেখতে পাবেন না। এটি সম্পূর্ণ সাপমুক্ত একটি দেশ। অর্থাৎ এই দেশে সাপের বিষে মৃত্যুর কোনও ভয় নেই। পৃথিবীতে অনেক প্রজাতির সাপ আছে, কিন্তু আয়ারল্যান্ডে এর মধ্যে কোনও প্রজাতির একটিও সাপ ই দেখতে পাবেন না আপনি।
advertisement
6/9
বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর এই একটি দেশে কখনও সাপ ছিল না। জীবাশ্ম রেকর্ড বিভাগেও আয়ারল্যান্ডে সাপের কোনও রেকর্ড নেই।
advertisement
7/9
তবে এটাও বলা হয় যে আগে আয়ারল্যান্ডে সাপ ছিল, কিন্তু পরে প্রচণ্ড ঠান্ডার কারণে তারা বিলুপ্ত হয়ে যায়। বিশ্বাস করা হয় যে প্রচণ্ড ঠান্ডার কারণেই আসলে আয়ারল্যান্ডে সাপ দেখতে পাওয়া যায় না।
advertisement
8/9
ভারতের মতো, আয়ারল্যান্ডেরও নিজস্ব পৌরাণিক কাহিনী রয়েছে। এমনই একটি পৌরাণিক কাহিনী অনুসারে, খ্রিস্টধর্ম রক্ষার জন্য, সেন্ট প্যাট্রিক নামে একজন সাধু দেশের সমস্ত সাপকে একত্রিত করেছিলেন এবং তারপর তাদের দ্বীপ থেকে তাড়িয়ে সমুদ্রে ফেলে দিয়েছিলেন।
advertisement
9/9
তবে শুধু আয়ারল্যান্ড নয়, আয়ারল্যান্ডের মতো, নিউজিল্যান্ডও এমন একটি দেশ যেখানে সাপ দেখা যায় না। যদিও এই দেশে বন্য প্রাণীর দীর্ঘ তালিকা রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে, এই তালিকায় কিন্তু একটিও সাপ নেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
১০০% সাপশূন্য...! বিশ্বের কোন দেশে একটা 'সাপ' নেই বলুন তো? শুনলেই চমকাবেন 'নামে'!