TRENDING:

Snake: বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জেনে নিন

Last Updated:
Snake Facts:যখন তখন বৃষ্টির কারণে ধুয়ে যেতে পারে কার্বলিক অ‍্যাসিড। ফলে কোনও কাজেই লাগবে না। তাই কার্বলিক অ‍্যাসিড নয়, বরং অ‍ন‍্যান‍্য কয়েকটি সহজ উপায় মানলে বাড়ির ধারে কাছেও ঘেষবে না সাপ।
advertisement
1/10
বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জে
গরম পড়লেই বাড়ে সাপের উপদ্রব। সেইসঙ্গে বর্ষা হলেও জলাজমির আশপাশ ছেড়েও উঠে আসে সাপ। ফলে বাড়ে সাপ কামড়ানোর আশঙ্কা। আমাদের রাজ‍্যেও প্রতি বছর অসংখ‍্য মানুষের মৃত‍্যু হয় সর্পদংশনে।
advertisement
2/10
সাপ দূরে রাখার কার্বলিক অ‍্যাসিড ব‍্যবহার করা হয় একথা মোটামুটি প্রত‍্যেকেরই জানা। কিন্তু কেবল কার্বলিক অ‍্যাসিড নয়। সাপ তাড়ানোর আরও বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে।
advertisement
3/10
কার্বলিক অ‍্যাসিড ছড়িয়ে রাখলেও বিশেষ উপকার হওয়ার নয়। হাওয়া সংস্পর্শে কয়েকদিনের মধ‍্যে আপনা থেকেই জোর কমে যায় কার্বলিক অ‍্যাসিডের।
advertisement
4/10
শুধু তাই নয়, বর্তনানে যখন তখন বৃষ্টির কারণে ধুয়ে যেতে পারে কার্বলিক অ‍্যাসিড। ফলে কোনও কাজেই লাগবে না। তাই কার্বলিক অ‍্যাসিড নয়, বরং অ‍ন‍্যান‍্য কয়েকটি সহজ উপায় মানলে বাড়ির ধারে কাছেও ঘেষবে না সাপ।
advertisement
5/10
সাপকে বাড়ি থেকে দূরে রাখার জন‍্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ জরুরি। নোংরা আবর্জনার মধ‍্যেই সচরাচর বাসা বাঁধে সাপ।
advertisement
6/10
তাই বাড়ির আশপাশে যদি কোনও অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন ফুল গাছের টব, পুরনো বালতি, ইঁট-পাথর, ইত‍্যাদি যেকোনও কিছু জমে থাকে তবে তা অবিলম্বে পরিষ্কার করা উচিত।
advertisement
7/10
বাগানের আশপাশে কোনও ঝোপঝাড় বা ঘাস থাকলে কেটে ফেলা উচিত। গাছের গোড়া, নর্দমার ধার এই সমস্ত জায়গাগুলি সাফসুতরো রাখা জরুরি।
advertisement
8/10
সাপ আসে খাদ‍্যের সন্ধানেও। সাপের অন‍্যতম প্রিয় খাদ‍্য হল ইঁদুর। ইঁদুরের লোভে সাপ ঢুকতে পারে ঘরে। তাই বাড়িতে ইঁদুরের বাসা থাকলে তা আগে ধ্বংস করা উচিত।
advertisement
9/10
বাড়ির আশপাশে আবর্জনা বা উচ্ছিষ্ঠ খাবার ফেলবেন না। এর ফলে বাড়তে পারে ইঁদুরের আনাগোনা। আবার সাপ ব‍্যাঙও খায়। তাই বাড়ির আশপাশ থেকে ব‍্যাঙকেও দূরে রাখার চেষ্টা করুন।
advertisement
10/10
পাশাপাশি সচরাচর গর্ত দিয়ে ঢুকে আসে সাপ। তাই বাথরুম এবং যেকোনও নিকাশী নালার মুখে জাল লাগানো জরুরি। কার্বলিক অ‍্যাসিডের মতোই ব্লিচিং পাউডারও সাপ তাড়াতে কার্যকরী। এর তীব্র গন্ধ দূরে রাখে সাপকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake: বাড়ির ধারে কাছে কোনওদিন ঘেঁষবে না সাপ! কার্বলিক অ‍্যাসিড নয়, সাপ তাড়ানোর ‘আসল উপায়’ জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল