TRENDING:

Skincare: সাবান তৈরির আগে কী দিয়ে শরীর পরিষ্কার করা হত? ব্যবহারেই দূর হবে ত্বকের কালচে ভাব

Last Updated:
Skincare: সাবান তো অনেক পড়ে এসেছে! তার আগে এই সব দিয়েই নিজেদের ত্বকের যত্ন নিত মানুষ! জেনে নিন সুন্দর ত্বক পাওয়ার রহস্য
advertisement
1/7
সাবান তৈরির আগে কী দিয়ে শরীর পরিষ্কার করা হত? ব্যবহারেই দূর হবে ত্বকের কালচে ভাব
সাবান তৈরির আগে মানুষ শরীর পরিষ্কার রাখত কীভাবে? সারাদিনের কাজ কিংবা কোথাও যাওয়ার আগে ঘার্মাক্ত শরীরে ধুলাবালি লাগলে আমাদের শরীর যেমন চিটচিটে মনে হয় তেমনি তা অস্বস্তিকর বটে। এমন অবস্থায় স্নান না করা পর্যন্ত মনে যেন প্রশান্তি আসে না।
advertisement
2/7
শরীরের মায়লাজনিত এই অস্বস্তি দূর করার জন্য আমরা সাধারণত সাবান ব্যবহার করি। কিন্তু সাবান আবিষ্কারের আগে মানুষ নিজেদের শরীর পরিষ্কার করত কীভাবে একটুও কি ভেবেছেন!
advertisement
3/7
স্নানের সময় সাবানের পরিবর্তে তাঁরা কী ব্যবহার করত? প্রাথমিক অবস্থায় কয়েক হাজার বছর আগে শত শত বছর ধরে মানুষ সাবান ছাড়াই জল দিয়ে স্নান করতে। উদাহরণস্বরূপ ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদাড়োতে পৃথিবীর প্রাচীনতম বিশালকার গণস্নানাগারে সম্ভবত কোনও সাবানের ব্যবহার ছিল না।
advertisement
4/7
আধুনিক সাবানে অনেক অতিরিক্ত উপাদান থাকে। তবে শুরুর দিকে সাবান এমন ছিল না। খ্রিষ্টপূর্ব ১৫০০ সালে মিশরে চর্বি ও সবজির তেলের সঙ্গে অ্যালকাইন লবণ মিলিয়ে সাবানের মতো বস্তু তৈরি করা হয়েছিল। সে জিনিস অবশ্য পরিচ্ছন্ন করার পাশাপাশি চর্মরোগের চিকিৎসায়ও ব্যবহৃত হত।
advertisement
5/7
তবে সাবান তৈরিতে একসময় গাছপালা, পশুর তেল, বালি ও কাঠের ছাইয়ের মতো উপাদানও ব্যবহৃত হত। তবে প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতার সাবান ব্যবহারের আগে শরীরের ময়লা পরিষ্কারের পদ্ধতি ছিল অদ্ভুত। তারা এ স্নান করার পর সুগন্ধি অলিভ অয়েল মাখত। বাঁশের চটার মতো বাঁকা কিছু উপাদান দিয়ে শরীর থেকে তেল মুছে ফেলত, এভাবে তারা গায়ের দুর্গন্ধ দূর করত।
advertisement
6/7
প্রাচীনকালে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ায় সাবানের ব্যবহার ছিল। তার আগে সুমেরীয়রা সাবানের পরিবর্তে চুনাপাথর ব্যবহার করত। আবার গাছের ছাই থেকে তৈরি করত লবণ দিয়েই নিজেদের পরিষ্কার রাখার চেষ্টা করত বলে জানা যায়।
advertisement
7/7
তবে ভারতীয় উপমহাদেশে একসময় স্নান করার ক্ষেত্রে মুলতানি মাটি বা এক ধরনের চটচটে মাটি ব্যবহার করত। আসলে ঠিক কখন স্নানের কাজে সাবানের ব্যবহার শুরু হয়, সে ব্যাপারে ঐতিহাসিকেরা নিশ্চিত নন। তবে সাবানের বদলে এই সব জিনিস ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বেই। (তথ্য: জুলফিকার মোল্লা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare: সাবান তৈরির আগে কী দিয়ে শরীর পরিষ্কার করা হত? ব্যবহারেই দূর হবে ত্বকের কালচে ভাব
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল