Skin Care with Rice Water: চাল ধোয়া জল দিয়ে টোনার বানিয়ে ব্যবহার করুন, ত্বক হবে একেবারে কাচের মতো চকচকে! কীভাবে ব্যবহার করবেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Skin Care with Rice Water: খরচ কম, চাল ধোয়া জল দিয়ে বাড়িতে টোনার বানিয়ে ফেলা যায় চট করে। কিন্তু এই প্রসাধনীটি তৈরি করে কীভাবে ব্যবহার করতে হয় তা কি জানেন?
advertisement
1/10

কোরিয়ানদের মতো স্বচ্ছ ত্বক পাওয়ার আশা কার না থাকে? কিন্তু বিস্তর দাম দিয়ে বিদেশি প্রসাধনী তো সকলে কিনতে পারেন না। তার বিকল্প হিসাবে চাল ধোয়া জল দারুণ কার্যকরী।
advertisement
2/10
চুলের যত্নে চাল ধোয়া জলের ব্যবহার এ দেশে তেমন প্রচলিত ছিল না। তবে কোরিয়ান প্রসাধনী জনপ্রিয় হওয়ার পর থেকে চাল ধোয়া জলের কদর বেড়েছে। ত্বকে তো বটেই, এখন কন্ডিশনার হিসাবে চাল ধোয়া জল ব্যবহার করেন অনেকে।
advertisement
3/10
খরচ কম, চাল ধোয়া জল দিয়ে বাড়িতে টোনার বানিয়ে ফেলা যায় চট করে। কিন্তু এই প্রসাধনীটি তৈরি করতে কী ধরনের চাল ব্যবহার করা উচিত, তা কি জানেন?
advertisement
4/10
টোনার ছাড়া আর কী কী ভাবে এই চাল ধোয়া জল মাখা যায়? ত্বকের চিকিৎসকেরা বলছেন, ত্বকের জন্য কোনও রকম প্রক্রিয়াবিহীন চালই আদর্শ। রূপচর্চায় চাল ধোয়া জলের ব্যবহার বহু পুরনো ঘরোয়া রেওয়াজ। কিন্তু, তা নিয়ে আলাদা করে কোনও গবেষণা নেই। তবে চালের জল মেখে ত্বকের খুব ক্ষতি হয়েছে বলেও শোনা যায়নি।
advertisement
5/10
চাল ধোয়া জল রেখে দিলে তা গেঁজিয়ে ওঠে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার সময়ে ওই তরলের মধ্যে চাল থেকে বেশ কিছু ভিটামিন নির্গত হয়। তা বিশেষ করে তৈলাক্ত, ব্রণ-যুক্ত ত্বকের জন্য ভাল।
advertisement
6/10
ত্বকের আর্দ্রতা ধরে রাখে চাল ধোয়া জল। ওপেন পোরসের সমস্যা থাকলে, তা-ও নিরাময় করে। ত্বকে তেল বা সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণেও এই জলের ভূমিকা রয়েছে।
advertisement
7/10
অনেকেই আজকাল মুখে রাসায়নিক বা কেমিক্যাল পিলিং করান। চাল ধোয়া জল কিন্তু তার বিকল্প হতে পারে।
advertisement
8/10
চালের জল দিয়ে শিট মাস্ক তৈরি করে নেওয়া যেতে পারে।
advertisement
9/10
বাজারে কাগজ বা পাতলা কাপড়ের তৈরি মাস্ক কিনতে পাওয়া যায়। চাল ধোয়া জলে সেই মাস্কটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে মুখের উপর বিছিয়ে রাখতে পারেন।
advertisement
10/10
আবার, চাল ধোয়া জল দিয়ে মুলতানি মাটি বা বেসন গুলেও মুখে মাখা যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care with Rice Water: চাল ধোয়া জল দিয়ে টোনার বানিয়ে ব্যবহার করুন, ত্বক হবে একেবারে কাচের মতো চকচকে! কীভাবে ব্যবহার করবেন?