Skin Care Tips: বয়সের আগেই ত্বকে বলিরেখা? বুড়িয়ে যাচ্ছেন? দামি ক্রিম ছাড়ুন, এই তিন পানীয় ব্যবহারেই ফিরে পাবেন যৌবন!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Skin Care Tips: ঝলমলে ত্বক পাওয়ার জন্যে চেষ্টার কমতি রাখে না অনেকেই। ত্বকের যত্ন নেওয়ার জন্য ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া পানীয়ের ওপর। তবেই পাবেন উপকার।
advertisement
1/6

ঝলমলে ত্বক পাওয়ার জন্যে চেষ্টার কমতি রাখে না অনেকেই। দামি প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা সব কিছুই চলে প্রতিনিয়িত।
advertisement
2/6
এত জটিলতায় না গিয়ে ত্বকের যত্ন নেওয়ার জন্য ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া পানীয়ের ওপর। তবেই পাবেন উপকার।
advertisement
3/6
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, ত্বক জেল্লাদার ও ঝলমলে হয়ে উঠবে কয়েকটি পানীয়তে। পাশাপাশি শরীরেও পাওয়া যাবে বাড়তি বেশ কিছু উপকার।
advertisement
4/6
শসা শরীরের প্রতিটি কোষ সতেজ রাখতে পারে সহজেই। ত্বকের রুক্ষতা, ব্রণ সমস্যা দূর করতে পারে শসার তৈরি পানীয়।
advertisement
5/6
আপেলে রয়েছে ভিটামিন-A, C, B। এছাড়াও রয়েছে পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান। ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে আপেলের পানীয়ের ভূমিকা অনবদ্য।
advertisement
6/6
বিট ও গাজরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। বলিরেখা থেকে শুরু করে মেচেতা, এমনকি অকাল বার্ধক্যের সমস্যা দূর করতে পারে এই দুই সবজির তৈরি পানীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: বয়সের আগেই ত্বকে বলিরেখা? বুড়িয়ে যাচ্ছেন? দামি ক্রিম ছাড়ুন, এই তিন পানীয় ব্যবহারেই ফিরে পাবেন যৌবন!