Skin Care-Raisins : যৌবন ধরে রাখার জাদু মন্ত্র আছে কিশমিশে! রাতারাতি পাবেন ফল! জানুন বিশেষ পদ্ধতি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Skin Care-Raisins Benefits : বয়স ধরতে পারবে না কেউ। কিশমিশের এই বিশেষ গুণ জানেন কী? ত্বকে লাগালেই বদলে যাবে রূপ! যৌবন ধরে রাখার জাদুমন্ত্র!
advertisement
1/8

ত্বক নিয়ে সমস্যায় ভুগছেন? ব্রন, কালো দাগ ছোপ? বয়সের ছাপ পড়ে যাচ্ছে চেহারায়? তবে কিন্তু সতর্ক হতে হবে এখুনি। আপনার হাতের সামনে এমন এক উপাদান আছে যা দিয়ে আপনি কয়েক দিনেই একেবারে ঝকঝকে হয়ে যেতে পারেন! বয়স ৪০ পেরোলেও ধরা মুশকিল হয়ে যাবে! photo source collected
advertisement
2/8
সেই বিশেষ উপাদানটি হল কিশমিশ। বাড়িতে প্রায় সকলেই খেয়ে থাকেন কিশমিশ। কিন্তু জানেন কী ত্বকের যত্নেও এর জুরি মেলা ভার! তবে জানতে হবে সঠিক পদ্ধতি! photo source collected
advertisement
3/8
কিশমিশে আছে ভিটামিন ও খনিজ যা আপনার শরীরকে শক্তি তো দেয়ই! সেই সঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যত্নে দারুণ কাজের! তাছাড়া কিশমিশে আছে ভিটামিন সি, যা ত্বকের কোলাজেন বৃদ্ধি করে ত্বককে টানটান করে!জেনে নিন কীভাবে কিশমিশ দিয়ে ত্বকের যত্ন করবেন! photo source collected
advertisement
4/8
কিশমিশের ভিটামিন ই ত্বককে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে বাঁচায়! ভিতর থেকে ত্বকের আদ্রতা বজায় রাখে। এবার বাড়িতেই সহজে বানান এই প্যাক। জাদু হবে ত্বকে! photo source collected
advertisement
5/8
কিশমিশ জলে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট। সেগুলি ভাল করে ভিজে গেলে পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। নিজেই দেখুন বদল!
advertisement
6/8
জলে মিনিট দশেক কিশমিশ ফুটিয়ে নিন। এবার জল ছেঁকে নিন। ঠান্ডা করুন। টোনার হিসেবে দিনে তিন থেকে চারবার ব্যবহার করুন। হয়ে উঠবেন ঝকঝকে। photo source collected
advertisement
7/8
কিশমিশের সঙ্গে হাফ চামচ মধু ও ওটমিল মিশিয়ে পেস্ট করে নিন। এবার এই পেস্ট দিয়ে মুখে স্ক্রাব করুন। রোজ স্নানের আগে করুন। ঝটপট ফল পাবেন। photo source collected
advertisement
8/8
আমন্ড বাদাম তেলে ১০০ গ্রাম কিশমিশ ভিজিয়ে রাখুন। দু-সপ্তাহ ভিজতে দিন। এর পর তেলে ছেঁকে নিন। এই তেল মুখে লাগান দিনে দু'বার। ময়েশ্চারাইজারের কাজ করবে এই তেল। ত্বক হবে টানটান! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care-Raisins : যৌবন ধরে রাখার জাদু মন্ত্র আছে কিশমিশে! রাতারাতি পাবেন ফল! জানুন বিশেষ পদ্ধতি