TRENDING:

Confession Day 2022: আজ স্বীকার করার দিন, জানেন কি এই দিনের অর্থ?

Last Updated:
Confession Day 2022: স্বীকারোক্তি দিবস এমন লোকদের জন্য যাঁরা কোনও অপরাধবোধ স্বীকার করতে চান। ভুল বা অন্য় কিছু যা তাঁরা সম্পর্কে লুকিয়ে গিয়েছেন, এই দিনটি তাঁদের জন্য় উপযুক্ত।
advertisement
1/5
আজ স্বীকার করার দিন, জানেন কি এই দিনের অর্থ?
গোটা প্রেমের সপ্তাহ ধরে আপনাকে প্রেমে মজে যাওয়ার অনেক সুযোগ দেওয়া হয়েছে। তাই এবার আপনার কপাল পুড়ল বলে। না, এমন একেবারেই নয় আপনি সাত থেকে চোদ্দোর বাইরে প্রেমে পড়তে পারবেন না। কিন্তু বিষয় হল, ভ্য়ালেন্টাইনস্ সপ্তাহকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন, তবে যে অ্য়ান্টি ভ্য়ালেন্টাইনস্ কেও (Anti Valentines' Week) দিতে হবে। কী দেবেন তো?
advertisement
2/5
১৫ থেকে ২২ (Anti Valentines' Week) কিন্তু ওই আজীবন অশান্তি ভোগ করার মতো। যার শুরু হচ্ছে থাপ্পড় দিবস (Slap Day) দিয়ে। তারপরেই লাথির পালা। এবার এর আগে শুভ বসাবেন না অশুভ সেটা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে এর অন্তর্নিহিত অর্থ জানতে ভুলবেন না।
advertisement
3/5
 স্বীকারোক্তি দিবস এমন লোকদের জন্য যাঁরা কোনও অপরাধবোধ স্বীকার করতে চান।  ভুল বা অন্য় কিছু যা তাঁরা সম্পর্কে স্বীকার করতে চান, এই দিনটি তাঁদের জন্য় উপযুক্ত।
advertisement
4/5
খ্রিস্টান ঐতিহ্যে পাপ স্বীকার করা অপরিহার্য বলে বিবেচিত হয়েছিল। পবিত্র বাইবেলের মূল উদ্দেশ্য ছিল মানুষকে  অপরাধ স্বীকার করানো। তার ভিতরের পাপবোধ হালকা করা। খ্রিস্টধর্মে বলা হয় পাপবোধ আত্মবিশ্বাস নষ্ট করে, আত্মসম্মানবোধকে ধ্বংস করে। তাই রোমান মতে, একটু চেষ্টা করেই পাপবোধ বা অনুশোচনা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
5/5
তাই যাঁরা ভালবাসেন, তাঁরা অপরাধবোধ স্বীকার করপন। ভিতরের পাপবোধ থেকে মুক্তি পাওয়ার এই উপযুক্ত দিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Confession Day 2022: আজ স্বীকার করার দিন, জানেন কি এই দিনের অর্থ?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল