Sawan Somvar 2023 : আজ শ্রাবণের সোমবার, মহাদেবের আশীর্বাদ পেতে দান করুন এই বিশেষ জিনিস
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Somvar 2023 : এই দিনে কিছু বিশেষ জিনিস দান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়৷ কী কী সেই জিনিস, আসুন জেনে নেওয়া যাক
advertisement
1/8

সনাতন মতে ভক্তদের কাছে শ্রাবণের সোমবার বিশেষ গুরুত্বপূর্ণ৷ দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করা হয় এই পুণ্যদিনে৷
advertisement
2/8
বিশ্বাস করা হয়, এই দিনে কিছু বিশেষ জিনিস দান করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়৷ কী কী সেই জিনিস, আসুন জেনে নেওয়া যাক৷
advertisement
3/8
শ্রাবণের সোমবারে দরিদ্র মানুষকে দান করুন চাল৷ মনে করা হয় চাল দান করলে ভগবান শিব এবং দেবী লক্ষ্মী প্রসন্ন্ হন৷
advertisement
4/8
আতপচালের পায়েস রান্না করে নিবেদন করুন মহাদেবকে৷ তার পর সেই পরমান্ন বিতরণ করুন পুণ্যার্থী ও ভক্তদের মধ্যে৷
advertisement
5/8
শ্রাবণের সোমবারে দান করতে পারেন রুদ্রাক্ষও৷ প্রচলিত বিশ্বাস, এই দিনে রুদ্রাক্ষ দান করলে শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷ ভক্তের ইচ্ছেপূরণ হয়৷ লাভ করা যায় মানসিক শান্তি৷
advertisement
6/8
মানসিক উদ্বেগ ও চাপ থেকে মুক্ত হতে শ্রাবণের সোমবার দান করুন কালো তিল৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে আপনি সৌভাগ্য লাভ করতে পারবেন৷ বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস৷
advertisement
7/8
জীবন থেকে বাধা বিঘ্ন দূর করে সাফল্য লাভ করতে শ্রাবণের সোমবারে কোনও মন্দিরে দান করুন রুপোর শিবলিঙ্গ৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sawan Somvar 2023 : আজ শ্রাবণের সোমবার, মহাদেবের আশীর্বাদ পেতে দান করুন এই বিশেষ জিনিস