TRENDING:

Room Cooling Tips: দরকার নেই এসি-কুলারের! এক বাটি বরফেই ঠান্ডা হবে ঘর! ১০ মিনিটে ম্যাজিক, জানুন কী করতে হবে

Last Updated:
Room Cooling Tips: এসি ছাড়াও ঘর ঠান্ডা করা সম্ভব! আগে তো মানুষের ঘরে ঘরে এসি ছিল না! তখন কীভাবে ঠান্ডা থাকতো ঘর! সেই সঙ্গে ঘর ঠান্ডা রাখার এই কৌশল জেনে গেলেই সব সমস্যার সমাধান!
advertisement
1/6
দরকার নেই এসি-কুলারের! এক বাটি বরফেই ঠান্ডা হবে ঘর! ১০ মিনিটে ম্যাজিক, জানুন কী করতে হবে
এখনই গরমে নাজেহাল অবস্থা! এখনও গোটা গরমকাল পড়ে আছে! কতটা বাড়বে তাপ কে জানে! এই অবস্থায় এসি ছাড়া যেন গতি নেই! কিন্তু সবার পক্ষে এসি চালানো সম্ভব নয়! সেই সঙ্গে এসি মানেই প্রচুর টাকা বিল? এখন উপায়?
advertisement
2/6
এসি ছাড়াও ঘর ঠান্ডা করা সম্ভব! আগে তো মানুষের ঘরে ঘরে এসি ছিল না! তখন কীভাবে ঠান্ডা থাকতো ঘর! সেই সঙ্গে ঘর ঠান্ডা রাখার এই কৌশল জেনে গেলেই সব সমস্যার সমাধান! photo source collected
advertisement
3/6
এর জন্য দরকার এক বাটি বরফ! গোটা ঘরকে ঠান্ডা করে দিতে পারে এই এক বাটি বরফ! তার একটা উপায় আছে! তবে বরফ দিয়ে ঘর ঠান্ডা করার আগে কয়েকটা জিনিস করে নিতে হবে! photo source collected
advertisement
4/6
প্রথমত আপনার ঘরের জানলায় মোটা পর্দা বা চাদর দিয়ে ঢেকে দিন। যাতে বাইরের তাপ ঘরে ঢুকতে না পারে! রোদের সময় জানলা বন্ধ রাখতে হবে! আর দরকার একটা টেবিল ফ্যান! জেনে নিন কী করতে হবে! photo source collected
advertisement
5/6
ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন একজস্ট ফ্যান! একজস্ট ফ্যান ব্যবহার করলে ঘরের গরম হওয়া বেরিয়ে যাবে ফলে ঘর ঠান্ডা থাকবে। একইসঙ্গে জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। photo source collected
advertisement
6/6
এবার বরফ দিয়ে ঘর ঠান্ডা করতে করতে হবে এই কাজ! ঘরে একটা টেবিল ফ্যান চালান। এই টেবিল ফ্যানের সামনে রেখে দিন এক বাটি বরফ! এবার টেবিল ফ্যানের হাওয়ায় গোটা ঘরে বরফের ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে! বাইরে যত গরম হোক না কেন, এসি ছাড়াই আপনার ঘর ঠান্ডা থাকবে। বরফ গলে গেলেও অনেকক্ষণ ঘর ঠান্ডা থাকবে! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Room Cooling Tips: দরকার নেই এসি-কুলারের! এক বাটি বরফেই ঠান্ডা হবে ঘর! ১০ মিনিটে ম্যাজিক, জানুন কী করতে হবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল